
মুন্সিগঞ্জের
সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকা থেকে তামিমা (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে
পুলিশ।
সোমবার (০১ মার্চ)
দুপুর ১টার দিকে ওই এলাকায় ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তামিমা একই উপজেলার
কাগজিপাড়া গ্রামের মৃত চান মিয়ার মেয়ে। তার মা প্রবাসী এবং সে নানির সঙ্গে ডিঙ্গাভাঙ্গা
এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। তামিমা মাদ্রাসার শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
মুন্সিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মো. বিল্লাল জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরী তামিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।