আজঃ রবিবার ০২ এপ্রিল 2০২3
শিরোনাম

আশুলিয়ায় নারীর ফোনে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ০২ আগস্ট 2০২2 | হালনাগাদ:মঙ্গলবার ০২ আগস্ট 2০২2 | ১৬২৫জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

আশুলিয়ার জিরাবো এলাকা থেকে আলীনুর বিশ্বাস (২৫) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় দেলোয়ার হোসেনের ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের বাড়ি মাগুরার শ্রীপুর থানার হোগলডাঙ্গায়। তিনি ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আলীনুর গত ১৪ জুলাই দেশের বাড়িতে বিয়ে করার পর ঢাকায় চলে আসেন। পরে গতকাল এক নারী তার দুলাভাই জাকির হোসেনের মোবাইলফোনে কল দিয়ে আলীনুরকে একটি কক্ষে আটকে রাখা হয়েছে বলে জানান। পরে সোমবার বিকালে বিষয়টি জানালে আশুলিয়া থানা পুলিশ ওই নারীর দেওয়া ঠিকানায় গিয়ে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক ইউনুস আলী। তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যার কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবককে গলাকেটে হত্যা করা হয়। এছাড়াও তার শরীরের বিভিন্ন জায়গায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

গত ২৮ জুলাই তারা আলীনুর এক নারীকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে জিরাবো এলাকার দেলোয়ারের বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানান ওসি। 


আরও খবর