আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

আল-আকসার প্রবেশ পথে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

প্রকাশিত:রবিবার ০২ এপ্রিল 2০২3 | হালনাগাদ:রবিবার ০২ এপ্রিল 2০২3 | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণের একটি প্রবেশপথে ইসরাইলি পুলিশের গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে। এর ফলে সহিংসতা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শনিবার ওই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ খালেদ আল-ওসাইবি(২৬)। তিনি দক্ষিণ ইসরায়েলের বেদুইনের গ্রাম হুরার বাসিন্দা। ঘটনাটি মধ্যরাতে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

তবে, শনিবার ফিলিস্তিনি উপাসকরা জানায়, পুলিশ লোকটিকে কমপক্ষে ১০ বার গুলি করেছে, সে তাদের পবিত্র প্রাঙ্গণে যাওয়ার পথে একজন নারীকে হয়রানি করা থেকে তাদের(পুলিশদের) বিরত করার চেষ্টা করেছিল।

অপরদিকে পুলিশ অভিযোগ করেছে, আল-ওসাইবি একজন অফিসারের কাছ থেকে বন্দুক নেওয়ার চেষ্টা করে এবং সংঘর্ষে গুলি চালানো হয়। ঘটনার কয়েক ঘণ্টা পরেও, প্রাঙ্গণের দিকে যাওয়ার কর্দমাক্ত পাথরের গলিটি রক্তাক্ত ছিল।

জেরুজালেম ও ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের হাজার হাজার মুসলিম উপাসক আল-আকসা মসজিদে রমজানের নামাজের জন্য জড়ো হয়। এ কারণে ইসরায়েলি পুলিশ ওই এলাকায় তাদের তাদের সদস্য বাড়িয়েছে।

এদিকে শুক্রবার ২ লাখের বেশি ফিলিস্তিনি মসদিজ প্রাঙ্গণে দুপুরের নামাজের জন্য জড়ো হয়েছিল।


আরও খবর