আজঃ শনিবার ০৪ মে ২০২৪
শিরোনাম

আজকের রাশিফল ১৫ জুন ২০২২

প্রকাশিত:বুধবার ১৫ জুন ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ জুন ২০২২ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

আজকের রাশিফল বুধবার ১৫ জুন ২০২২  বুধবার মিথুন রাশিতে সূর্যের সঞ্চার হবে। চন্দ্র থাকবেন বৃহস্পতির রাশি ধনুতে। এর ফলে চন্দ্র ও সূর্য একে অপরের সঙ্গে সমসপ্তক যোগ সৃষ্টি করবে। আজ থেকে আষাঢ় সংক্রান্তি শুরু হবে। এমন পরিস্থিতিতে আপনার রাশিতে গ্রহ পরিস্থিতির কেমন প্রভাব পড়বে, কোন কোন রাশির জাতকরা গণেশের আশীর্বাদ পাবেন, তা সকলেই জানতে ইচ্ছুক। সূর্যের আশীর্বাদে আজ কারা সাফল্য লাভ করবেন? জেনে নিন নিজের রাশিফল।

মেষ রাশি:

মেষ জাতকরা আজ বাড়িতে বুদ্ধিমত্তা ও ভালোবাসা দেখতে পাবেন। কোনও প্রকল্পের গবেষণায় কাজ করতে পারেন। ব্যবসায়ীদের সততার সঙ্গে কাজ করতে হবে। আইন-আদালতের কাজ থেকে মুক্তি পেতে পারেন। সময়ের মধ্যে নিজের দায়িত্ব পূরণ করতে পারবেন মেষ রাশির জাতকরা। আজ কোনও ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। যুবকদের কেরিয়ারের গতি বাড়বে। পুরনো নেতিবাচক কথাকে নিজের বর্তমান জীবন প্রভাব বিস্তার করতে দেবেন না।

বৃষ রাশি:

বৃষ জাতকরা আজ সুসংবাদ পাবেন। পাশাপাশি কোনও অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত ব্যক্তি আপনাকে সঠিক পথ প্রদর্শন করবে। অর্থ লাভের নতুন পথ উন্মুক্ত হবে। আজ ছোটখাটো প্রলোভন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। আপাতত আপনি কোনও সম্পত্তির কারণে গর্ব অনুভব করবেন। দীর্ঘ দিন ধরে কোনও কাজ আটকে থাকলে তা পূর্ণ হবে। আজকের দিন ব্যবসায়ীদের হতাশ করতে পারে। চাকরিজীবীদের জন্য আরামদায়ক দিন।

মিথুন রাশি:

মিথুন রাশির জাতকদের নিজের জন্য সময় বের করতে বলছেন। পারস্পরিক বিশ্বাসের জোরে পারিবারিক সম্পর্ক মজবুত হবে। শিক্ষা ক্ষেত্রের সঙ্গে জড়িতদের জন্য আজকের দিন খুব ভালো। আজ মিথুন রাশির জাতকদের আয় ভালো থাকবে। একাধিক চমকপ্রদ বিচার ও পরিকল্পনা গড়ে উঠতে পারে। ছোট পর্যায়ে কোনও ব্যবসা শুরু করে থাকলে তার ফলে লাভ হবে। তাড়াতাড়ি সাফল্য লাভের জন্য কোনও অনুচিত কাজ করবেন না।

কর্কট রাশি:

কর্কট রাশির জাতকরা আজ নিজের কথা প্রকাশ করার সুযোগ পাবেন। পরিবারের কোনও সদস্য আপনার প্রতিষ্ঠা বৃদ্ধি করবে। উন্নতির জন্য নতুন পথ ও বিকল্পের খোঁজ করা জরুরি। প্রপার্টি ডিলারদের জন্য আজকের দিন অত্যন্ত লাভজনক। প্রয়োজনাতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করুন। আর্থিক সমস্যার সমাধান হবে। আইনি মামলা অগ্রসর হবে।

সিংহ রাশি:

রাশির জাতকদের আজ অন্যের কথায় মনোনিবেশ করার পরামর্শ দিচ্ছেন। আধিকারিকদের সঙ্গে বিশেষ পরিচিতি গড়ে উঠবে। অন্যকে ঋণ দিয়ে থাকলে, তা ফিরে পাবেন। অনাবশ্যক ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কোনও পরিবর্তন হতে পারে এবং এটি আপনার অনুকূলে থাকবে। যে কাজ করার চেষ্টা করবেন, তাতে ভালো সাফল্য লাভ করবেন সিংহ রাশির জাতকরা। কোনও বড়সড় কাজে বন্ধুদের সহযোগিতা লাভ করবেন।

কন্যা রাশি:

কন্যা জাতকরা আজ অনেক বেশি কথা বলবেন। এর ফলে মনে আনন্দ থাকবে। আপাতত কোনও বরিষ্ঠ ও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করবেন না। ব্যবসায়ীদের নিজের বোঝবুদ্ধি প্রয়োগ করে কাজ করতে হবে। কোনও আর্থিক বিষয়ের সমাধান আপনার পক্ষে হবে। বড়দের কোনও পরামর্শ আপনার কাজে লাগবে। পারিবারিক কাজ পূর্ণ করার ক্ষেত্রে মন বসবে।

তুলা রাশি:

তুলা রাশির জাতকদের আজ অন্যের সঙ্গে কোনও ধরনের রাজনীতিতে জড়ানো থেকে বিরত থাকতে বলছেন। মনের মধ্যে নতুন কিছু করার উৎসাহ দেখা দেবে। খাবার-দাবারের ব্যবসার সঙ্গে যুক্ত জাতকদের জন্য সময় ভালো। আজ এই রাশির ছাত্ররা বিশেষজ্ঞ শিক্ষকের সাহায্য লাভ করবে। কোনও ব্যক্তির ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করলে অবসাদের শিকার হতে পারেন। পরিবারের অধিকাংশ কাজই আপনাকে পূর্ণ করতে হবে। নিজের স্বভাব ও রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি:

বৃশ্চিক রাশির জাতকদের উদারতা সকলকে প্রভাবিত করবে। অনলাইনে নতুন গয়না কেনার সুযোগ পেতে পারেন। এই রাশির জাতকদের সতর্ক করা হচ্ছে তাঁরা যাতে শীঘ্র অর্থ উপার্জন করার লোভে ভুল প্রকল্পে লগ্নি না-করে বসেন। পড়াশোনায় ভালো প্রদর্শন করবেন। বিবাহিত জাতকরা সন্তান সুখ লাভ করবেন। সমাজে ভালো কাজ করায় সকলে আপনার প্রশংসা করবে। বাড়িতে সুখ-সৌভাগ্য বৃদ্ধি হবে।

ধনু রাশি:

ধনু রাশির জাতকদের আপাতত নিজের দৈনন্দিন জীবনযাপন প্রনালী পরিবর্তন করার চেষ্টা করতে হবে। এ সময় নিজের কোনও হবি ও প্রতিভা উন্নত করার চেষ্টা করবেন। নতুন কাজ শুরু করার ইচ্ছা দৃঢ় হবে। ধনু রাশির জাতকদের আয় বৃদ্ধির জন্য কারও সাহায্য নিতে পারেন। কাউকে ঋণ দিয়ে থাকলে সেই অর্থ আদায়ের জন্য সময় অনুকূল। আর্থিক কাজে মনোনিবেশ করলে মন শান্ত হবে।

মকর রাশি:

মকর রাশির জাতকরা আজ নতুন প্রত্যাশার সঙ্গে দিন শুরু করবেন। যাঁরা ওয়ার্ক ফ্রম হোম করছেন, তাঁদের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। রিয়েল এস্টেটের সঙ্গে জড়িত জাতকরা ছাড় ঘোষণা করতে পারেন। অর্থ উপার্জনের চেষ্টা সফল হবে। ব্যবসায় সমস্যার মুখে পড়তে হবে মকর রাশির জাতকদের। ব্যবসায় কোনও পরিবর্তন করার আগে বরিষ্ঠ সদস্যদের পরামর্শ নিতে ভুলবেন না। বাড়িতে নতুন অতিথির আগমন হতে পারে।

কুম্ভ রাশি:

কুম্ভ জাতকরা আজ ছোটখাটো কথায় রাগ করা থেকে বিরত থাকুন। কোনও বিশেষ বিষয়ে আপনার চিন্তাভাবনা পাল্টাতে পারেন। অনলাইন ব্যবসা করছেন যে জাতকরা, তাঁরা আজ নিজের ব্য়বসা বৃদ্ধির জন্য নতুন পরিকল্পনা করতে পারেন। আটকে থাকা প্রকল্প শুরু করার সঠিক সময় এটি। পরিবারের সদস্যদের সঙ্গে নিজের প্রতিদিনের কাজ নিয়ে আলোচনা করবেন। অন্যের দৃষ্টিভঙ্গী বোঝার চেষ্টা করুন।

মীন রাশি:

মীন রাশির জাতকদের আজকের দিন ভালো থাকবে। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। আয় বৃদ্ধির ভালো সুযোগ পাবেন মীন রাশির জাতকরা। সামাজিক যোগাযোগ গড়ে ওঠায় লাভ হবে মীন রাশির জাতকদের। অনলাইন ব্যবসায়ীরা লাভের ভালো সুযোগ পাবেন। আপনার ইতিবাচক ব্যবহার পরিবারের সদস্যদের প্রভাবিত করবে।


আরও খবর
হিট স্ট্রোক হলে কী করবেন?

মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪




চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি

প্রকাশিত:শনিবার ০৬ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৬ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

Image

এবার ৪০ ডিগ্রি তাপমাত্রা ছাড়াল চুয়াডাঙ্গায়। শনিবার (৬ এপ্রিল) দেশের সর্বোচ্চ ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়।

টানা কয়েকদিনের গরমে জনজীবন দুর্বিষহ হয়ে পড়ছে। সাথে রোজাদার খেটে খাওয়া মানুষদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। ঈদে মার্কেটগুলোতে কেনাকাটা জমে উঠলেও ভ্যাপসা গরমের কারণে দিনের বেলা লোকজন বাইরে তেমন বের হচ্ছেন না।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান তাপমাত্রা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত সোমবার ১ এপ্রিল চুয়াডাঙ্গার মাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, ২ এপ্রিল মঙ্গলবার ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ৩ এপ্রিল বুধবার ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, ৪ এপ্রিল বৃহস্প‌তিবার ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও ৫ এপ্রিল শুক্রবার ছিল ৩৮ দশ‌মিক ০ ডিগ্রি সেল‌সিয়াস।

তিনি আরো বলেন, আজ শনিবার বিকেল ৩টায় সব রেকর্ড ছাড়িয়ে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলছি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। চলমান তাপ প্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।


আরও খবর



লোকসভা নির্বাচন: ভোটকেন্দ্রে গোলাগুলি, বোমা উদ্ধার

প্রকাশিত:শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
Image

ভারতের মণিপুরে একটি ভোটকেন্দ্রে সশস্ত্র দুষ্কৃকারীরা গুলি চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে কোচবিহারের ফলিমারিতে বুথের বাইরে থেকে বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করছে পুলিশ। খবর হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজারের।

অভ্যন্তরীণ মণিপুর লোকসভা আসনের অন্তর্গত থামানপোকপিতে একটি ভোট কেন্দ্রে সশস্ত্র দুষ্কৃকারীরা গুলি চালিয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

কোচবিহারের মধ্য ফলিমারির ৪/৩৭ বুথ সংলগ্ন এলাকা থেকে ৯টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, বৃহস্পতিবার রাত থেকেই প্রচুর বোমাবাজি হয়েছে এলাকায়। তার পর দিনের আলো ফুটলে ৯টি তাজা বোমা লক্ষ করেন এলাকাবাসী। পুলিশে খবর দেওয়া হলে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এ ছাড়াও ভেটাগুড়ি থেকে তাজা বোমা উদ্ধারের খবর পাওয়া গিয়েছে।

এর আগে কোচবিহারের চাঁদমারি এলাকায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষ থেকে ইট-পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন।

উত্তর প্রদেশের নাগিনা থেকে এক স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেছেন যে, সেখানে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। বিজেপি নির্বাচন বাধাগ্রস্ত করছে এবং ভোটারদের তার পক্ষে ভোট দিতে দিচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন, ১০টিরও বেশি ইভিএম সঠিকভাবে কাজ করছে না এবং ভোটকেন্দ্রের ভেতরে থাকা ক্যামেরাও ত্রুটিপূর্ণ।

পশ্চিমবঙ্গে সকাল ১১টা পর্যন্ত জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার— এই তিন কেন্দ্রে সামগ্রিক ভাবে ৩২ শতাংশ ভোট পড়েছে। ভোটগ্রহণ শুরুর ৩ ঘণ্টা পর্যন্ত সব দল মিলিয়ে নির্বাচন কমিশনের কাছে মোট ১৫১টি অভিযোগ জমা পড়েছে।

স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয়েছে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফা। সাত দফার এই নির্বাচনে আজ প্রথম দফায় ২১টি রাজ্য এবং‌ কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে দেশের ১০২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

নির্বাচন কমিশন ১ লাখ ৮৭ হাজার ভোটকেন্দ্র জুড়ে ১৮ লাখেরও বেশি ভোটকর্মী মোতায়েন করেছে। নির্বাচনের প্রথম ধাপে ১৬ কোটি ৬৩ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৮ কোটি ৪০ লাখ পুরুষ, ৮ ​​কোটি ২৩ লাখ নারী এবং ১১ হাজার ৩৭১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

এসব কেন্দ্রে ২০ থেকে ২৯ বছর বয়সী ৩ কোটি ৫১ লাখ তরুণ ভোটার ছাড়াও প্রথমবারের মতো ভোট দেবেন ৩৫ লাখ ৬৭ হাজার ভোটার।


আরও খবর



চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট ৯ মে

প্রকাশিত:শনিবার ২৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
জ্যেষ্ঠ প্রতিবেদক

Image

আগামী ৯ মে শুরু হচ্ছে চলতি মৌসুমের হজ ফ্লাইট। হজযাত্রীদের নিয়ে ওইদিন প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। তবে হজের প্রথম ফ্লাইটের তারিখ ঘোষণা করা হলেও চূড়ান্ত হয়নি ফ্লাইট শিডিউল।

৯ মে হজ ফ্লাইট শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান বলেন, এখনো শিডিউল ঘোষণা হয়নি। দ্রুত এই শিডিউল যাত্রীদের জানানো হবে।

ধর্ম মন্ত্রণালয় বলছে, গত বছর এক লাখ ১৯ হাজার ৬৯৫ জন হজযাত্রীকে বহন করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স (সৌদিয়া) ও সৌদির বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইনাস মোট ৩৩৫ হজ ফ্লাইট শিডিউল ঘোষণা করে। চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর অর্ধেক বহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক বহন করে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ার। এবারও এই তিন এয়ারলাইনস হজযাত্রীদের বহন করবে।

জানা গেছে, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে যাবেন ৮৩ হাজার ২০২ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৩০৭ জন, বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৭৮ হাজার ৮৯৫ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পালিত হতে পারে পবিত্র ঈদুল আজহা। প্রতিবছর ঈদের একমাস আগে থেকেই শুরু হয় হজ ফ্লাইট। তার আগে হজযাত্রীদের ভিসা, ফ্লাইট শিডিউল সংক্রান্ত কাজ সম্পন্ন করে ধর্ম মন্ত্রণালয় ও এয়ারলাইন্সগুলো। অথচ এবার এখনো শুরু হয়নি ভিসা কার্যক্রম। চূড়ান্ত হজযাত্রীদের তালিকা না পাওয়ায় ঘোষণা হয়নি ফ্লাইট শিডিউলও।


আরও খবর
কুরবানি ঈদ কবে, জানাল আরব আমিরাত

মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

শুক্রবারের বিশেষ ৪ আমল

শুক্রবার ১২ এপ্রিল ২০২৪




স্ত্রীর জড়িত থাকার বিষয়ে যা বললেন কারিগরির সাবেক চেয়ারম্যান

প্রকাশিত:মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

কারিগরি শিক্ষাবোর্ডের হাজার-হাজার সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় ওএসডি হওয়া বোর্ডের চেয়ারম্যান আলী আকবর এ বিষয়ে নিজ স্ত্রীকে নির্দোষ দাবি করেছেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ৩টায় ডিবি কার্যালয়ে থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন। এদিন সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় তাকে তলব করে প্রায় ৩ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আপনার স্ত্রী বিনা অপরাধে জেল খাটছে বলে মনে করেন? প্রশ্নের জবাবে আলী আকবর বলেন, আমার স্ত্রী কোনো ভুল করেছে কি না আমি জানি না। আমি তার বিষয়ে কিছুই জানি না। গোয়েন্দা সংস্থা তার কাছে কি তথ্য পেয়েছে সেটিও জানি না। আমি মনে করি বিনা অপরাধেই জেল খাটছে।

তাহলে আপনাকে ওএসডি করা হয়েছে কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মিডিয়ায় একটি সংবাদ চলে আসছে এবং ডিবির কাছে তথ্য আছে, সেজন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। প্রকৃত ঘটনা উদঘাটন করে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত। এক্ষেত্রে আমরা লজ্জিত ও দুঃখিত।

কী পরিমাণ সার্টিফিকেট বাণিজ্য হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মিডিয়াতে শুনতে পেয়েছি পাঁচ কি সাড়ে পাঁচ হাজার। তবে এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই কতগুলো হয়েছে।

সার্টিফিকেট বাণিজ্যের বিষয়ে তিনি বলেন, গোয়েন্দা সংস্থা বের করেছে, এর বেশি কিছু জানি না। সার্টিফিকেটের কাগজ ওয়েবসাইটে পাইনি।

২০ লাখ টাকা ঘুষের বিষয়ে তিনি বলেন, এটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এটির তদন্ত চলছে।

প্রসঙ্গত, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের হাজার-হাজার সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় ওএসডি হয়েছেন বোর্ডের চেয়ারম্যান আলী আকবর। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর তার স্ত্রী শেহেলা পারভীনকে কারাগারে পাঠানো হয়েছে।


আরও খবর



গণপূর্ত মন্ত্রণালয়ের কাজে অসন্তোষ, নতুন প্রকল্প না নেওয়ার সুপারিশ

প্রকাশিত:রবিবার ২৮ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৮ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
জ্যেষ্ঠ প্রতিবেদক

Image

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন প্রকল্প বাস্তবায়নে অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। এরই পরিপ্রেক্ষিতে চলমান প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নতুন প্রকল্প না নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে দ্বাদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি।

রোববার (২৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির দ্বিতীয় বৈঠক এ সুপারিশ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। এ সময় কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, মো. মাহবুবউল আলম হানিফ, মোহাম্মদ নজরুল ইসলাম, প্রাণ গোপাল দত্ত, অপরাজিতা হক, মো. শাহরিয়া আলম এবং খাদিজাতুল আনোয়ার উপস্থিত ছিলেন।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যক্রম ও কর্ম বণ্টন এবং এর আওতাধীন চলমান প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যক্রম ও কর্ম বণ্টন এবং এর আওতাধীন চলমান প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির উপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়।

এ সময় নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্তকরণ এবং গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ডকরণ বর্ষাকালের পরিবর্তে শীতকালে করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিদপ্তরের টেন্ডার আহ্বান করার কার্য ক্ষমতা ও বিধি বিধান রয়েছে কি না তার তথ্য উপাত্ত আগামী এক মাসের মধ্যে কমিটির কাছে উপস্থাপন করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করা হয় এবং চলমান প্রকল্পগুলো সমাপ্ত না করে নতুন প্রকল্প গ্রহণ না করার জন্য কমিটি সুপারিশ করে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম শহরের পরিত্যক্ত জমিতে ফ্ল্যাট নির্মাণের ব্যবস্থা করা এবং পূর্বাচল ও ঝিলমিল প্রকল্প সরেজমিনে পরিদর্শনের বিষয়ে কমিটি সুপারিশ করে।


আরও খবর