আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

আফগানিস্তানে তীব্র শীতে ১২৪ জনের মৃত্যু

প্রকাশিত:বুধবার ২৫ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৫ জানুয়ারী ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

আফগানিস্তানে তীব্র শীতে এ পর্যন্ত অন্তত ১শ’ ২৪ জনের মৃত্যু হয়েছে। এক দশকের মধ্যে সবচেয়ে বেশি ঠাণ্ডায় দেশটিতে প্রায় ৭০ হাজার গবাদি পশুও মারা গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।

আফগানিস্তানের অনেক এলাকা তুষারে সম্পূর্ণ বিচ্ছিন্ন। উদ্ধারের জন্য সামরিক হেলিকপ্টার পাঠানো  হয়েছিল, তবে পাহাড়ি অঞ্চলে অবতরণ করতে পারেনি।

এদিকে, তালেবান আফগান নারীদের বেসরকারি সংস্থায় কাজ করা নিষিদ্ধ করার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনেক সাহায্যকারী সংস্থা কার্যক্রম স্থগিত করেছে।

দেশটির নিজস্ব অর্থনীতি বলে আর কিছু অবশিষ্ট নেই। বরং সাধারণ আফগানরা ত্রাণের উপর নির্ভর করেই জীবন চালিয়ে নিচ্ছিলেন। এখন সেটাও প্রায় বন্ধ হওয়ার উপক্রম। প্রচণ্ড ঠান্ডায় মানুষ মারা গেলেও এই আদেশ পরিবর্তন করা হবে না বলে জানিয়েছেন এক তালেবান মন্ত্রী।

ঠাণ্ডায় যারা মারা গেছেন তাদের অধিকাংশই মেষপালক বা প্রত্যন্ত এলাকায় বসাবাস করেন। তাদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ নেই। আফগানিস্তানে সাধারণ শীতকালে ঠাণ্ডা বেশি। কিন্তু গত এক দশক সেখানকার বাসিন্দাদের এবারের মত খারাপ ঠাণ্ডা দেখতে হয়নি।

তবে, আগামী ১০ দিনে এই আবহাওয়ার উন্নতি হবে এবং তাপমাত্রা বাড়বে বলে আবহাওয়া অফিস থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে।


আরও খবর



সুষ্ঠু নির্বাচন হলে আমেরিকাও সমর্থন দেবে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
সিলেট প্রতিনিধি

Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ ভারত সফরকালে নির্বাচন নিয়ে মোটামুটিভাবে সব আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

শুক্রবার দুই দিনের সফরে সিলেটে আসেন পররাষ্ট্রমন্ত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে নেমে সরাসরি চলে যান হজরত শাহজালাল (রহ.) মাজারে। সেখানে ৩৪ কোটি টাকার উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরে মাজার মসজিদেই জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

আব্দুল মোমেন বলেন, বিদেশিদের কথা চিন্তা করার প্রয়োজন নেই। বিদেশিরা খামাখা বাংলাদেশকে ত্যক্ত করে। তবে ভালো উপদেশ দিলে তা গ্রহণ করা হবে। অন্যথা বাংলাদেশের ওপর খড়গ নামলে, বাংলাদেশ বিজয়ী জাতি তা প্রতিহত করার সামর্থ্য আছে।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকান সরকার বাস্তবতার মতবাদে বিশ্বাসী। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয়ে গেলে আমেরিকাও সমর্থন দেবে।

মন্ত্রী বিএনপিকে জ্বালাও-পোড়াও বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জনসমর্থন প্রমাণের আহ্বান জানান।

তিনি বলেন, দেশে নির্বাচনের জোয়ার বইছে। সব শ্রেণি-পেশার লোক ভোট দেওয়ার জন্য এক্কেবারে দাঁড়িয়ে।

মন্ত্রী বলেন, আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব, এ কথায় আমরা বিশ্বাস করি। দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে।

আরও পড়ুন>> সংসদ নির্বাচন করতে জমি বেচে মনোনয়নপত্র নিলেন চৌকিদার এসকেন আলী

এ সময় তিনি সব পেশার মানুষকে পরিবার-পরিজন নিয়ে নিশ্চিন্তে ভোট দিয়ে নিজের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার গত ১৫ বছর ভালো কাজ করেছে। এ সরকার মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর।

তিনি দেশবাসীকে উদ্দেশ করে বলেন, এবার আমাদের পরীক্ষা, আমরা আশা করি আপনারা আমাদের এ পরীক্ষায় পাশ করাবেন।

তিনি বলেন, ১৯৭১ সালেও আমাদের সঙ্গে অনেকেই ছিলেন না; কিন্তু আমরা প্রমাণ করেছি তাদের সহায়তা আমাদের প্রয়োজন নেই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা খুব বাস্তববাদী সরকার। তারা বাস্তবতার মতবাদে বিশ্বাস করে। তারা কিছু ঘটে গেলে পরে সমর্থন দেয়।

তিনি বলেন, ১৯৭১ সালে আমেরিকা আমাদের সঙ্গে ছিল না; কিন্তু ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের পর জাতিসংঘে সদস্যপদের জন্য যখন বাংলাদেশ প্রস্তাবনা পাঠায় সেই প্রস্তাবনায় ১৫ বার তারা সমর্থন দিয়েছে। চায়নাসহ অনেক দেশ এ প্রস্তাবের বিপক্ষে ছিল, কিন্তু আমেরিকা দেখেছে সত্যি সত্যি বাংলাদেশ গড়ে উঠেছে, সুন্দর সরকার গঠন হয়েছে। এ বাস্তবতাকে তারা স্বাগত জানিয়ে বাংলাদেশকে সমর্থন দিয়েছে। এবারো তাই হবে। তারা আমাদের সাপোর্ট দেবে, আমরা তাই আশা করছি।

নির্বাচনের ঠিক আগে ভারতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের বৈঠক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা এমন কিছু না; রুটিন ওয়ার্ক। আর নির্বাচন নিয়ে যে আলোচনা ইতোমধ্যে আপনারা জানেন ভারতের অবস্থান। প্রধানমন্ত্রী সবশেষ ভারত সফরকালে নির্বাচন নিয়ে মোটামুটিভাবে সব আলোচনা হয়েছে। এবারে বৈঠক হচ্ছে, একটি সাধারণ বৈঠক। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে অনেক ধরনের সমস্যা থাকে। সেই ছোটখাটো সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে, মূলত এটা গুরুত্বপূর্ণ কোনো সভা নয়। তবে সেখানে প্রায় ৮০ জনের মতো রাষ্ট্রদূত আছে, যাদের ঢাকায় মিশন নেই। তো আমরা যখনই সেখানে যাই তখন তাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়। আলোচনা হয় খাওয়া-দাওয়া হয়। এবারো তাদের দাওয়াত দেবেন পররাষ্ট্র সচিব। তবে প্রয়োজন হলে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে তা এসব দেশের রাষ্ট্রদূতদের অবহিত করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা জেনে খুশি হবেন যে অনেক দল নির্বাচনমুখী হয়েছে, যারা আগে নির্বাচনে আসার বিরুদ্ধে ছিল। এটা ভালো খবর। আমরা চাই সব দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আমরা বিএনপিকেও বলব আপনারা যদি জনগণের মঙ্গল করতে চান, তবে এ জ্বালাও-পোড়াও বন্ধ করুন। এসব করে দেশের নেতৃত্বে যাওয়া যায় না। এসব কর্মকাণ্ড বাদ দিয়ে, জাতির কাছে ক্ষমা চেয়ে, খত দিয়ে নির্বাচনে আসেন। জাতিকে বলেন আমরা ভুল করেছি। আপনাদের স্বাগত জানাব। সুষ্ঠু সুন্দর একটি নির্বাচনে অংশগ্রহণ করে দেশে আপনাদের কোনো ধরনের জনপ্রিয়তা আছে কিনা তা প্রমাণ করুন।


আরও খবর



১৯ নভেম্বর : ইতিহাসে আজকের এই দিনে

প্রকাশিত:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

আজ রোববার ১৯ নভেম্বর ২০২৩। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৮১৬ - পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৮৬৩ - মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গেটিসবার্গে তার বিখ্যাত স্বাধীনতার ভাষণ দেন।

১৯৪২ - সোভিয়েত ইউনিয়ন স্তালিনগ্রাদে জার্মান বাহিনীর ওপর পাল্টা আক্রমণ শুরু করে।

১৯৭৭ - মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত অধিকৃত বায়তুল মোকাদ্দাস সফর করেন।

১৯৮২ - দিল্লিতে নবম এশিয়ান গেমস শুরু।

১৯৯০ - ওয়ারশ ও ন্যাটো জোটের সদস্যভুক্ত দেশগুলোর নেতারা প্যারিসে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পূর্ব ও প্রাচ্যের দুই ব্লকের মধ্যকার শীতল যুদ্ধের অবসান ঘটান।

১৯৯৯ - চীন প্রথমবারের মতো শেন ঝু স্পেসক্রাফট মহাকাশে প্রেরণ করে।

জন্ম:

১৭১১ - মিখাইল লোমনোসভ, তিনি ছিলেন রাশিয়ান পদার্থবিদ, রসায়নবিদ, জ্যোতির্বিদ ও ভূগোলবিদ।

১৮০৫ - সুয়েজ খালের নকশাকার ফরাসি প্রযুক্তিবিদ ভিকঁৎ ফ্যের্দিনা মারি দ্যা ল্যেসেপস ।

১৮৩১ - মার্কিন যুক্তরাষ্ট্রের বিংশতিতম রাষ্ট্রপতি জেমস গারফিল্ড।

১৮৩৫ - ঝাঁসির রাণী ও ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের পথিকৃৎ লক্ষ্মী বাঈ।

১৮৩৮ - ব্রাহ্ম সমাজের নেতা ও সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেন।

১৮৪৩ - রিচার্ড আভেনারিউস, জার্মান বংশোদ্ভূত সুইস দার্শনিক ও অধ্যাপক।

১৮৭৭ - কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়।

১৮৮৭ - জেমস ব্যাচেলার সামনার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।

১৮৯৩ - চীনের কমিউনিস্ট নেতা মাও সে তুংয়ের জন্ম।

১৯১২ - জর্জ এমিল পালাডে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রোমানীয় বংশোদ্ভূত আমেরিকান জীববিজ্ঞানী ও চিকিৎসক।

১৯১৫ - আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ফার্মাকোলজিস্ট ও প্রাণরসায়নবিদ।

১৯১৭ - ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও জওহের লাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী ।

১৯১৮ - দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, তিনি ছিলেনভারতের একজন প্রখ্যাত মার্কসবাদী দার্শনিক।

১৯২৩ - গীতিকার সলিল চৌধুরী ।

১৯৩৬ - ইউয়ান টি. লি, তিনি নোবেল পুরস্কার বিজয়ী তাইওয়ান বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।

১৯৫১ - ভারতের প্রখ্যাত অভিনেত্রী জিনাত আমান ।

১৯৫৪ - আবদুল ফাত্তাহ আল-সিসি, তিনি মিশরের ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও মিশরের ৬ষ্ঠ প্রেসিডেন্ট।

১৯৬১ - মেগ রায়ান, তিনি আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।

১৯৮৫ - ক্রিস্টোফার ঈগলস, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।

১৯৮৭ - সিলভিয়া সোলার এস্পিনসা, তিনি স্প্যানিশ টেনিস খেলোয়াড়।

মৃত্যু:

১৬৬৫ - নিকোলাস পউসিন, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত ইতালীয় চিত্রশিল্পী।

১৮২৮ - অষ্ট্রিয়ার খ্যাতনামা সঙ্গীতজ্ঞ ফ্রান্তেয সোবের্ট।

১৮৩১ - ব্রিটিশ বিরোধী বিপ্লবী সৈয়দ মীর নিসার আলী ( তিতুমীর )।

১৯৪২ - ব্রুনো সচুলয, তিনি ছিলেন পোলিশ চিত্রশিল্পী ও সমালোচক।

১৮৫০ - রিচার্ড মেন্টর জনসন, তিনি ছিলেন আমেরিকান কর্নেল, আইনজীবী ও রাজনীতিক।

১৯৮৮ - জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারের রূপকার ও চিত্রশিল্পী হামিদুর রহমান।

১৯৮৯ - বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও সামরিক কর্মকর্তা এম এ জলিল ।

২০০৪ - জন রবার্ট ভেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ ফার্মাকোলজিস্ট ও অধ্যাপক।

২০০৭ - সাংবাদিক, সঙ্গীত শিল্পী, প্রথা বিরোধী মানুষ, দলছুট ব্র্যান্ডের গায়ক সঞ্জীব চৌধুরী।

২০১১ - ব্যাসিল ডিঅলিভেইরা, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার।

২০১৩ - ফ্রেডরিক স্যাঙ্গার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ প্রাণরসায়নী ও অধ্যাপক।

দিবস:

বিশ্ব টয়লেট দিবস ৷

আন্তর্জাতিক পুরুষ দিবস।


আরও খবর
৮ ডিসেম্বর : ইতিহাসে এই দিনে

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩

৬ ডিসেম্বর: ইতিহাসে আজকের এই দিনে

বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩




বিশ্বকাপ ট্রফি পায়ের নিচে রাখায় মার্শের বিরুদ্ধে ভারতে মামলা

প্রকাশিত:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

এতদিন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়েছিলেন মিচেল মার্শ। এবার আইনি জটিলতায় পড়লেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার। তার বিরুদ্ধে মামলা করেছেন পণ্ডিত কেশব দেব নামে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আলিগড় শহরের এক বাসিন্দা।

বিশ্বকাপ ট্রফিতে পা রাখায় ভারতীয় সমর্থকদের ভাবাবেগে আঘাত লেগেছে দাবি করে দিল্লি গেট থানায় করা অভিযোগপত্রে বলা হয়, অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাতে বিশ্বকাপ তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই ট্রফিতে মার্শ পা তুলে থাকার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। ভারত এবং ১৪০ কোটি ভারতবাসীর অপমান করা হয়েছে। তাই সেটা অপরাধের আওতায় পড়ে।

আরও পড়ুন>> ভারতকে স্তব্ধ করে অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা

এছাড়াও মার্শকে ভারতে পেশাদার ক্রিকেটে নিষিদ্ধ করার দাবি জানিয়ে পণ্ডিত কেশব এই অভিযোগের একটি অনুলিপি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও পাঠিয়েছেন।

উল্লেখ্য, বিশ্বকাপের পর পরই ট্রফিতে পা তুলে মার্শের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ছবিতে দেখা যায, ট্রফি মেঝেতে রেখে তার ওপর দুই পা তুলে রেখেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।


আরও খবর



নয় আসনে আওয়ামী লীগের একক প্রার্থী

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির নেতারা। এ আসনে অন্য কেউ নৌকা প্রতীকে মনোনয়ন চেয়ে ফরম তোলেননি।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গত চার দিন দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে। ৩০০ আসনের বিপরীতে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে ৯টি আসনে একক প্রার্থী রয়েছে বলে জানা গেছে। 

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির বুথ সূত্রে এ তথ্য পাওয়া গেছে। তবে গত ৪ দিনে ১২১টি ফরম অনলাইনে বিক্রি হয়েছে। কিন্তু এই ৯ আসনে কোনো প্রার্থী অনলাইনে ফরম কিনেছেন কি না তা জানা সম্ভব হয়নি।

দলীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কাজ শেষ করেছে আওয়ামী লীগ। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সভায় চূড়ান্ত হবে কে হবে কোন আসনের নৌকার মাঝি। 

বুথ সূত্রে জানা যাচ্ছে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির নেতারা। এর মধ্যে গোপালগঞ্জ-৩ আসনের জন্য অন্য কেউ নৌকা প্রতীকে মনোনয়ন চেয়ে ফরম তোলেননি। একই তালিকায় রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতা শামীম ওসমান, বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন ও শেখ তন্ময়। এসব নেতার আসনে আর কোনো প্রার্থী নৌকার মনোনয়নের প্রত্যাশায় ফরম সংগ্রহ করেননি। ফলে এ ৯ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী থাকছে।

বাগেরহাট-১ আসন থেকে শেখ হেলাল উদ্দিনের বিপরীতে দলের আর কোনো প্রার্থী ফরম নেননি। শেখ হেলাল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আপন চাচাতো ভাই। অন্যদিকে শেখ হেলালের ছেলে শেখ তন্ময় বাগেরহাট-২ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী। তার আসন থেকেও অন্য কেউ দলের মনোনয়ন প্রত্যাশায় ফরম নেননি।

দলের কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল-১ আসন থেকে একক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। অন্য দিকে শেখ হেলালের আরেক ভাই শেখ সালাহউদ্দিন খুলনা-২ আসনের সংসদ সদস্য। তার আসনেও নৌকা প্রত্যাশায় ফরম সংগ্রহ করেননি কেউ। 

এদিকে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী মাদারীপুর-১ আসনে একক প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।

নারায়ণগঞ্জ-৪ আসন বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান। তার আসনেও মনোনয়ন প্রত্যাশায় অন্য কেউ ফরম নেননি।


আরও খবর



তৃতীয় দিনে আওয়ামী লীগের ৭৩৩ মনোনয়ন ফরম বিক্রি

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০23 | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে ৭৩৩টি ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে দলটির আয় হয়েছে তিন কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয় দিনের মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আজ সরাসরি ৭০৯টি ও অনলাইনে ২৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

শনিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়। মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার কার্যক্রম চলবে মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত।

নিউজ ট্যাগ: আওয়ামী লীগ

আরও খবর