আজঃ সোমবার ২০ মে ২০24
শিরোনাম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

৪৬ আসনে প্রার্থী পরিবারের সদস্যরা

প্রকাশিত:শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৪৬টি সংসদীয় আসনে পরিবারের সদস্যরা বিভিন্ন দলের প্রার্থী হয়েছেন। এর মধ্যে ১৭টি পরিবারের সদস্যরা অন্তত ৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোনো পরিবারের স্বামী-স্ত্রী, বাবা-ছেলে, শ্বশুর-জামাতা, ভাই বা নিকটাত্মীয়রা প্রার্থী হয়েছেন। আর ১১টি আসনে আওয়ামী লীগের নেতাদের সন্তানেরা প্রথমবারের মতো নৌকা প্রতীক পেয়েছেন।

সব মিলে বর্তমানে এসব পরিবারে ২৩ জন সংসদ সদস্য রয়েছেন। জাতীয় পার্টিসহ আরও দুটি দলের নেতাদের পরিবারের সদস্যরা আটটি আসনে প্রার্থী হয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিবারতন্ত্র ক্রমে তৃণমূলেও বড় আকার নিয়েছে। দলগুলোর মধ্যে গণতন্ত্র না থাকা, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি ও আস্থাহীনতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সর্বত্রই রাজনীতিতে পরিবারের নিয়ন্ত্রণ দেখা যায়। শুধু ক্ষমতাসীন দল নয়, বিরোধীদের ক্ষেত্রেও পরিবারের মধ্যেই রাজনীতি ঘুরপাক খাচ্ছে। এই পরিবারকেন্দ্রিক রাজনীতির কারণে গণতন্ত্রে অবাধ প্রতিযোগিতার যে বিষয়, তা বাংলাদেশে অনুপস্থিত।

পরিবারের সদস্যরা ভোটে

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী (লিটন) মাদারীপুর-১ আসনে এবার আওয়ামী লীগের প্রার্থী। তাঁর ভাই মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফরিদপুর-৪ আসনে। তাঁদের বাবা সাবেক সংসদ সদস্য ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত ইলিয়াস আহমেদ চৌধুরী।

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী। পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির প্রধান (মন্ত্রী পদমর্যাদার)। তিনি চারবারের সংসদ সদস্য। বরিশাল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন চেয়েও পাননি হাসানাত আবদুল্লাহর ছেলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তবে প্রার্থিতার বিষয়টি আগামী ২ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত রয়েছে।

দুই ভাই শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ এবং শেখ সালাহউদ্দিন (জুয়েল) খুলনা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী। তাঁরা জেলা আওয়ামী লীগের সদস্য। শেখ হেলালের ছেলে শেখ সারহান নাসের (তন্ময়) আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বাগেরহাট-২ আসনে। তিনি এই আসনে বর্তমান সংসদ সদস্য।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। তিনি মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের জামাতা।

বরগুনা-২ আসনে সুলতানা নাদিরাকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তিনি আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমুর খালাতো বোন। দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এবারও ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ভোলা-১ আসনে এবারও দলের প্রার্থী। যশোর-২ আসনে এবার তাঁর জামাতা মো. তৌহিদুজ্জামান দলের প্রার্থী। তিনি পেশায় চিকিৎসক। ভোলা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলী আজম তোফায়েল আহমেদের আপন বড় ভাই আলী আশরাফের সন্তান।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী সৈয়দা জাকিয়া নূর। এই আসনে স্বতন্ত্র প্রার্থী তাঁর ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম। সাফায়েতুল ও জাকিয়া বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি মরহুম সৈয়দ নজরুল ইসলামের দুই সন্তান। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম তাঁদের বড় ভাই। কিশোরগঞ্জ-১ আসনে এবার মূলত ভাইবোনের লড়াই হবে।

নারায়ণগঞ্জেও দুই ভাই দুই দল থেকে প্রার্থী হয়েছেন। এক ভাই সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে জাতীয় পার্টির প্রার্থী। তিনি বর্তমানে ওই আসনে সংসদ সদস্য। তাঁর আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। আরেক ভাই বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে এবারও আওয়ামী লীগের প্রার্থী।

বাবার আসনে সন্তানেরা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন বর্তমানে চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য। এবার বয়সের কারণে সরাসরি ভোটে অংশ নিচ্ছেন না তিনি। এই আসনে এবার আওয়ামী লীগের প্রার্থী তাঁর ছেলে মাহাবুব উর রহমান। তিনি দেশে চলচ্চিত্র ব্যবসার সঙ্গে জড়িত।

আওয়ামী লীগের আরেক প্রবীণ নেতা ও দলের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের রংপুর-৫ আসনে এবার দলের প্রার্থী তাঁর ছেলে রাশেক রহমান। তিনি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য। তিনি রংপুর জেলা আওয়ামী লীগেরও সদস্য।

সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার এবার আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে। তিনি বর্তমানে সংরক্ষিত আসনের সংসদ সদস্য।

ঢাকা-৭ আসনে হাজি মোহাম্মদ সেলিমের বড় ছেলে সুলাইমান সেলিম এবার নৌকার প্রার্থী। পারিবারিক ব্যবসার পাশাপাশি বাবার রাজনৈতিক কর্মসূচিতেও যুক্ত ছিলেন তিনি।

ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী জেলা কমিটির সদস্য শাহদাব আকবর চৌধুরী প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে। তিনি গত ৫ নভেম্বর অনুষ্ঠিত এই আসনের উপনির্বাচনেও দলের প্রার্থী ছিলেন।

ময়মনসিংহ সদর আসনে এবার নৌকার প্রার্থী মোহিত উর রহমান (শান্ত)। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিতের বাবা অধ্যক্ষ মতিউর রহমান দীর্ঘদিন ধরে ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। হবিগঞ্জ-২ আসনে নতুন মুখ জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ। তাঁর বাবা প্রয়াত মো. শরীফ উদ্দিন ছিলেন এখানকার সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি।

ঠাকুরগাঁও-২ আসনটি বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈল উপজেলার একাংশ নিয়ে গঠিত। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য দবিরুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এই আসনে স্বতন্ত্র প্রার্থী মাজহারুলের চাচাতো ভাই আলী আসলাম। আলী আসলাম বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করছেন। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী নুরুন্নাহার বেগম। তিনি মাজহারুল ও আলী আসলামের ফুফাতো বোন।

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রীয়াজ মনে করেন, রাজনৈতিক দলগুলোতে গণতান্ত্রিক চর্চা না থাকায় ক্ষমতার জোরে পরিবারের সদস্যদের জায়গা করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বন্দোবস্তে ব্যবসায়ী-আমলারা ক্ষমতার সঙ্গে আছেন, তাই তাঁরাও প্রার্থী হতে পারছেন। পরপর কয়েকটি নির্বাচন ভালো হলে এবং দলগুলোতে প্রাতিষ্ঠানিক চর্চা হলে এমন ধারা বন্ধ হয়ে যেত।

জাপায় স্বামী-স্ত্রী দুই আসনে

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ আসন থেকে প্রার্থী হয়েছেন। তাঁর স্ত্রী সংরক্ষিত সংসদ সদস্য শেরীফা কাদের ঢাকা-১৮ আসনে জাপার প্রার্থী। রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে জাপার প্রার্থী সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার (আসিফ) জি এম কাদেরের ভাতিজা। নীলফামারী-৪ আসনে দলের প্রার্থী জেলা জাপার সভাপতি আদেলুর রহমান জি এম কাদেরের বোনের ছেলে।

জাপার কো-চেয়ারম্যান ও দলের সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে এবং তাঁর স্ত্রী নাসরিন জাহান (রত্না) বরিশাল-৬ আসনে দলের প্রার্থী। যে ২৬টি আসনে আওয়ামী লীগ জাপাকে ছাড় দিয়েছে, তার মধ্যে এই দুটি আসনও রয়েছে।

টাঙ্গাইলে এবারও তিন ভাই প্রার্থী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আবদুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী। তাঁদের আরেক ভাই মুরাদ সিদ্দিকী টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

চাচা-ভাতিজা, স্বামী-স্ত্রী একই আসনে

বাংলাদেশ তরীকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আওয়ামী লীগের শরিক জোট থেকে তিনবার সংসদ সদস্য হয়েছেন। এবার জোটের সমর্থন না পেয়ে তিনি নিজ দল থেকে লড়ছেন। চাচার পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন তাঁর ভাতিজা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী। সাইফুদ্দীন নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টির সভাপতি।

গাইবান্ধা-২ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীর ও তাঁর স্ত্রী মাসুমা আখতার। কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনে বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার আওয়ামী লীগের প্রার্থী। তিনি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হন আবদুর রহমান বদি। পরে সাজার বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করেন। সেটি এখন বিচারাধীন।

সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, দেশে নির্বাচন যেন একটি জমিদারি ব্যবস্থা হয়ে গেছে। বাবা, বাবার পরে ছেলে-মেয়ে, না হলে ছেলের বউ-এভাবে চলছে।


আরও খবর



স্ত্রী হত্যার দায়ে কাজাখস্তানের সাবেক মন্ত্রীর ২৪ বছরের কারাদণ্ড

প্রকাশিত:মঙ্গলবার ১৪ মে ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

স্ত্রী হত্যার দায়ে কাজাখস্তানের সাবেক অর্থমন্ত্রী ২৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ৪৪ বছর বয়সী ওই রাজনতিবিদের নাম কুয়ানদিক বিশিমবায়েভ। ২০১৬ সালের মে-ডিসেম্বর পর্যন্ত তেল-সমৃদ্ধ দেশ কাজাখস্তানের অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন কুয়ান্দিক বিশিমবায়েভ। ঘুষ নেওয়ার দায়ে ২০১৮ সালে তিনি দোষী সাব্যস্ত হন এবং ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। গত সাত সপ্তাহ ধরে তার বিরুদ্ধে চলা বিচারকার্য সরাসরি সম্প্রচার করা হয়েছে।

বিচারের সময় প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৩১ বছর বয়সী স্ত্রী সালতানাত নুকেনোভাকে লাথি-ঘুষি মারছেন কুয়ানদিক। প্রায় বিবস্ত্র অবস্থায় চুল টেনে ধরে এক রুমে নিয়ে যান তাকে। সেখানেই মৃত্যু হয় সালতানাতের। এছাড়া কুয়ানদিকের মোবাইলেও বেশ কিছু মারধরের ভিডিও পেয়েছেন পুলিশ।

রয়টার্স বলছে, বিচারের সময় বিশিমবায়েভ তার স্ত্রীকে মারধর করার কথা স্বীকার করেছেন। তবে তিনি বলেছেন, কিছু আঘাত তার স্ত্রী নিজে থেকেই পেয়েছিলেন। এছাড়া স্ত্রীকে নির্যাতন বা হত্যার পরিকল্পনাও অস্বীকার করেছেন তিনি।


আরও খবর



মুখের ক্যান্সারের লক্ষণ জেনে নিন

প্রকাশিত:শনিবার ১১ মে ২০২৪ | হালনাগাদ:শনিবার ১১ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
জীবন ধারা ডেস্ক

Image

ক্যান্সার এমন একটি রোগ যে শরীরে বাসা বাঁধলেও শুরুতে কিছুই টের পাওয়া যায় না। যখন বুঝতে পারা যায়, ততক্ষণে দেরি হয়ে যায় অনেকটাই। তাই সুস্থ অবস্থায়ও শরীরের বিভিন্ন লক্ষণের দিকে খেয়াল রাখা জরুরি। মুখের ক্যান্সারের লক্ষণ বুঝতে হলে আপনাকে আগেভাগেই খেয়াল রাখতে হবে কিছু বিষয়ের প্রতি। নিয়মিতভাবে খেয়াল রাখলে লক্ষণ থাকলে তা বুঝতে পারা সহজ হবে। এই অসুখ যত আগে বোঝা যায় তত দ্রুতই সুস্থতা লাভের আশা করা যায়। চলুন জেনে নেওয়া যাক কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন-

মুখে অস্বাভাবিক ক্ষত : আপনার মুখে যদি কদিন পরপরই ঘা হতে থাকে তবে সতর্ক হোন। কারণ এটি হতে পারে উদ্বেগের বিষয়। এমনিতে মুখে ঘা হওয়া অস্বাভাবিক নয়। তবে সেই ঘা আবার দ্রুত সেরেও যায়। যদি মুখে ঘা হওয়ার তিন সপ্তাহ পরও ঘা না সারে তবে হতে পারে তা আপনার জন্য সতর্ক সংকেত। এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

দাঁত পড়ে যাওয়া : বড় হওয়ার পর কোনো কারণ ছাড়া দাঁত পড়বে না। যদি আপনার দাঁত এভাবে কোনো কারণ ছাড়াই পড়ে যায় বিশেষ করে মাড়ির দাঁত, তাহলে সতর্ক হোন। হতে পারে এটি মুখের ক্যান্সারের লক্ষণ। আবার যদি মুখ খুলতে সমস্যা হয় তাহলে দ্রুত পরীক্ষা করিয়ে নিন। সাবধানতার বিকল্প নেই।

গলার স্বর বদলে গেলে : গলার স্বর বদলে গেলে তা আপনার জন্য দুঃসংবাদ বয়ে আনতে পারে। কারণ সুস্থ মানুষের গলার স্বর হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়ার কথা নয়। এক্ষেত্রে এটি আপনার কণ্ঠনালীতে বড় কোনো সমস্যার সংকেত হতে পারে। এর পাশাপাশি যদি খাবার খেতে অসুবিধা হয় তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন। সময়মতো সঠিক চিকিৎসা পেলে দ্রুত সুস্থ হওয়া সম্ভব।

মুখে ফোলাভাব দেখা দিলে : মুখের ভেতরে মাঝে মাঝে আঙুল দিয়ে পরীক্ষা করে দেখবেন। যদি কখনো মুখের ভেতরে কোনো পিণ্ড বা ফোলাভাব দেখা দেয় তাহলে সতর্ক হোন। দাঁত এবং মাড়ি পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করুন কোনো সমস্যা রয়েছে কি না। এছাড়াও মাড়ি দিয়ে কোনো কারণ ছাড়াই রক্ত পড়লে বা দাঁতের ভেতরে ফাঁকা হতে শুরু করলে তা আপনার জন্য হতে পারে সতর্ক সংকেত। এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।


আরও খবর



আফগানিস্তানে মসজিদে বন্দুকধারীর হামলা, ৬ মুসল্লির মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি মসজিদে ঢুকে নামাজরতদের ওপর হামলা চালিয়েছে সশস্ত্র এক ব্যক্তি। এ ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আফগান সরকারের এক মুখপাত্রের বরাতে মঙ্গলবার (৩০ এপ্রিল) খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি।

সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টার দিকে আফগানিস্তানের হেরাত প্রদেশের গুজারা জেলায় নৃশংস এই হামলার ঘটনাটি ঘটে।

আব্দুল মতিন কানি নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র জানান, রাতে নামাজ চলাকালে ওই মসজিদটিতে প্রবেশ করে ইবাদতরত ব্যক্তিদের ওপর গুলি চালায় অজ্ঞাত একজন সশস্ত্র ব্যক্তি। এতে মসজিদেই প্রাণ হারান ৬ জন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মতিন কানি লিখেছেন, এই বন্দুক হামলায় ইবাদতরত ছয় বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন ও একজন আহত হয়েছেন।’

আফগানিস্তানের রাষ্ট্র পরিচালিত বাখতার নিউজ এজেন্সিও একই তথ্য জানিয়েছে।


আরও খবর



স্ত্রীর জড়িত থাকার বিষয়ে যা বললেন কারিগরির সাবেক চেয়ারম্যান

প্রকাশিত:মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

কারিগরি শিক্ষাবোর্ডের হাজার-হাজার সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় ওএসডি হওয়া বোর্ডের চেয়ারম্যান আলী আকবর এ বিষয়ে নিজ স্ত্রীকে নির্দোষ দাবি করেছেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ৩টায় ডিবি কার্যালয়ে থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন। এদিন সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় তাকে তলব করে প্রায় ৩ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আপনার স্ত্রী বিনা অপরাধে জেল খাটছে বলে মনে করেন? প্রশ্নের জবাবে আলী আকবর বলেন, আমার স্ত্রী কোনো ভুল করেছে কি না আমি জানি না। আমি তার বিষয়ে কিছুই জানি না। গোয়েন্দা সংস্থা তার কাছে কি তথ্য পেয়েছে সেটিও জানি না। আমি মনে করি বিনা অপরাধেই জেল খাটছে।

তাহলে আপনাকে ওএসডি করা হয়েছে কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মিডিয়ায় একটি সংবাদ চলে আসছে এবং ডিবির কাছে তথ্য আছে, সেজন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। প্রকৃত ঘটনা উদঘাটন করে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত। এক্ষেত্রে আমরা লজ্জিত ও দুঃখিত।

কী পরিমাণ সার্টিফিকেট বাণিজ্য হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মিডিয়াতে শুনতে পেয়েছি পাঁচ কি সাড়ে পাঁচ হাজার। তবে এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই কতগুলো হয়েছে।

সার্টিফিকেট বাণিজ্যের বিষয়ে তিনি বলেন, গোয়েন্দা সংস্থা বের করেছে, এর বেশি কিছু জানি না। সার্টিফিকেটের কাগজ ওয়েবসাইটে পাইনি।

২০ লাখ টাকা ঘুষের বিষয়ে তিনি বলেন, এটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এটির তদন্ত চলছে।

প্রসঙ্গত, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের হাজার-হাজার সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় ওএসডি হয়েছেন বোর্ডের চেয়ারম্যান আলী আকবর। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর তার স্ত্রী শেহেলা পারভীনকে কারাগারে পাঠানো হয়েছে।


আরও খবর



টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত:শুক্রবার ১০ মে ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১০ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখে বাংলাদেশ। যেখানে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজ।

আজ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলবে দুদল। বাংলাদেশ সময় ৬টায় ম্যাচটি শুরু হবে। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন এসেছে। মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস ও মোহাম্মদ সাইফউদ্দিনকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী (উইকেটকিপার), তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।


আরও খবর