আজঃ মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
শিরোনাম

১১৯ বোতল ফেনসিডিলসহ আটক দুই কিশোর

প্রকাশিত:রবিবার ৩০ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ৩০ অক্টোবর ২০২২ | ৯৪৫জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

টাঙ্গাইলে ১১৯ বোতল ফেনসিডিলসহ বায়েজিদ (১৬) ও সবুজ (১৪) নামে দুই কিশোরকে আটক করেছে র‍্যাব সিপিসি-৩-এর সদস্যরা। শনিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক বায়েজিদ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মারাধার গ্রামের এজাবুল ইসলামের ছেলে এবং সবুজ একই গ্রামের শাহিনুল ইসলামের ছেলে।

র‍্যাব-১২-এর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল বাইপাস এলাকায় অভিযান চালায়। এ সময় ১১৯ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, তারা অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে উপজেলায় সরবরাহ করত। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)-এর ১৪ (গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজ ট্যাগ: ফেনসিডিলসহ আটক

আরও খবর