নোয়াখালীর সোনাইমুড়ী থানা থেকে লুট করা সাতটি অস্ত্র ফিরিয়ে দিয়েছে ছাত্ররা। বিক্ষুদ্ধ জনতা এই অস্ত্রগুলো কেড়ে নিয়েছিল। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে শটগান, থ্রি নট থ্রি রাইফেল, পিস্তল ও দোনালা বন্দুক।
আজ বুধবার বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে সোনাইমুড়ী থানা প্রাঙ্গণে সেনবাহিনীর ক্যাপ্টেন মো. ইফতেখারের কাছে এই অস্ত্রগুলো জমা দেওয়া হয়। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত অস্ত্রগুলো উদ্ধার করে ছাত্ররা।
স্থানীয়রা জানায়, গত সোমবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে আন্দোলন সমর্থনকারীদের সঙ্গে সোনাইমুড়ী থানা পুলিশের হামলা ও সংঘর্ষের ঘটনায় উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর চালালে অনেকেই গুলিবিদ্ধ হন। পরবর্তীতে উত্তেজিত জনতা থানা ভবনে আগুন ধরিয়ে দেয়। এতে ৩ পুলিশসহ ৬ জন নিহত হয়। ওই সময় বিক্ষুদ্ধ জনতা সোনাইমুড়ী থানা থেকে বেশ কয়েকটি অস্ত্র লুট করে নিয়ে যায়।
সেনবাহিনীর ক্যাপ্টেন মো. ইফতেখার জানান, ছাত্ররা অস্ত্রগুলো উদ্ধার করে জমা দিয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে গত দুদিন ধরে নোয়াখালী জেলার প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় সড়কের শৃঙ্খলা ফেরানো, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করছেন শিক্ষার্থীরা।