আজঃ শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ব্যাংক হিসাব জব্দ

প্রকাশিত:মঙ্গলবার ১৩ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৩ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী সন্তানদের ব্যক্তিগত ও তাদের মালিকানাধীন সব ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (ফিন্যান্সিয়াল)। একই স‌ঙ্গে তা‌দের হিসাবের সব ধরনের লেনদেনের তথ্য চে‌য়ে‌ছে সংস্থা‌টি।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিএফআইইউ সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএফআইইউয়ের পক্ষ থেকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে পাঠা‌নো চি‌ঠি‌তে বলা হ‌য়ে‌ছে আসাদুজ্জামান খাঁন, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে সাফি মুদ্দাসির খান এবং মেয়ে সাফিয়া তাসনিম খানের নামে থাকা সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্ট বন্ধ থাক‌বে। চিঠিতে আসাদুজ্জামান খাঁন ও তার পরিবারের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

অর্থ পাচার নিরোধসংক্রান্ত ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এ আদেশ দিয়েছে বিএফআইইউ।

প্রাথমিকভাবে আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না সংশ্লিষ্টরা। পরবর্তীদের প্রয়োজনে জব্দ রাখার সময় আরও বাড়ানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।


আরও খবর



বৈষম্যবিরোধী ছাত্রদের তীব্র আন্দোলনে মুখে শিক্ষকের পদত্যাগ

প্রকাশিত:রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
নরসিংদী প্রতিনিধি

Image

ঘুষের মাধ্যমে নিয়োগ পাওয়ার অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন বেলাব উপজেলার রাজারবাগ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপি ও অফিস সহকারী রুবেল মিয়া। তবে পদত্যাগ করা দুই শিক্ষকের অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকশ নেতা বিদ্যালয়ে প্রবেশ করে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোড়পূবর্ক পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেন।

এসময় পক্ষ বিপক্ষের লোকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী ও জনতা। এর মধ্যে গুরুতর আহত হয়ে বেলাব পাইলট মর্ডান সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর অনন্ত নামে এক শিক্ষার্থীকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার সকালে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অধ্যায়নরত শিক্ষার্থীসহ এলাকাবাসির কিছু অংশ রাজারবাগ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপি বেগমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরে শিক্ষকদের রুমে ঢুকে জোড়পূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেন বলে অভিযোগ করেন সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার ও অফিস সহকারী রুবেল মিয়া।

আন্দোলনকারীদের অভিযোগ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপি বেগম বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপটে নিয়োগ পান। এসময় তারা বলেন, উক্ত সহকারী প্রধান শিক্ষকের বিএড সার্টিফিকেটও নাকি জাল।

এদিকে আন্দোলন চলাকালীন সময়ে এঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে রাজারবাগসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ ছুটে আসে বিদ্যালয়ে। ছুটে আসে বৈষম্যবিরোধী আন্দোলনের নরসিংদী জেলার স্বেচ্ছাসেবক কর্মী জেসমিন আক্তার আন্দোলনকারীদের সমর্থন দিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলার জন্য বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের নিয়ে বিদ্যালয়ে আসেন। এসময় সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপির ছেলে সাদির মোল্লা বৈষম্যবিরোধী আন্দোলনের স্বেচ্ছাসেবককমী জেসমিন আক্তারের উপরে হামলা করে। হামলায় সাদির মোল্লাও আহত হয়। এসময় শিক্ষার্থীরা আরো উত্তেজিত হয়ে যায়। এসময় শিক্ষার্থীরা সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপি ও অফিস সহকারী রুবেল মিয়ার পদত্যাগের দাবিতে ভূয়া ভূয়া বলে স্লোগান দিতে থাকে।

এরই মধ্যে পার্শ্ববতী বেলাব পাইলট মর্ডান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী রাজারবাগ স্কুলে আসে। এসময় রাজারবাগ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও বেলাব পাইলট মর্ডান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। উল্লেখ্য যে রাজারবাগ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপির স্বামী মোঃ নাজমুল হোসেন বেলাব পাইলট মর্ডান সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষককতা করেন।

বেলাব পাইলট মর্ডান সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, তারা খবর পান তাদের শিক্ষক নাজমুল হোসেনকে নাকি রাজারবাগ উচ্চ বিদালয়ে আটক করেছে। এখবর শুনে তারা রাজারবাগ আসলে এলাকাবাসি ও রাজারবাগ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে।

ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে এসময় উভয় পক্ষের প্রায় ১৫ শিক্ষার্থী ও এলাকাবাসি আহত হয়। এর মধ্যে বেলাব পাইলট মর্ডান সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর অনন্ত নামে এক শিক্ষার্থীর মাথা ফেটে যায়। তাকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে আন্দোলনকারী শিক্ষার্থী ও এলাকাবাসীর ধাওয়া খেয়ে ঘটনাস্থল থেকে চলে যায় বেলাব পাইলট মর্ডান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপি বলেন,তারা আগেই আমার বিরুদ্ধে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেয়। ইউএনও স্যার বলছে চলতি মাসের ১০ তারিখের মধ্যে তদন্তপূর্বক ঘটনাটি দেখবে জানান। কিন্তু তার আগে আজ রোববার স্কুলচলাকালীন সময়ে তারা স্কুলে এসে আমাকে মারধর করে। এসময় আমার ছেলে আমাকে বাঁচাতে আসলে তাকেও মারধর করে তারা। পরে জোড়পূর্বক আমার কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়।

অফিস সহকারী মোঃ রুবেল মিয়া বলেন, আমি বৈধভাবে পরীক্ষা দিয়ে নিয়োগ পাই। আজকে বহিরাগত ছাত্ররা বিদ্যালয়ে ঢুকে আমাকে হুমকী দিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়। যা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে।

আমলাব ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ঘটনার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে ফোন করে বলেন বিদ্যালয়ে আসার জন্য। এসময় এসে দেখি বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গনে। তারা আমার কাছে জানান সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপির নিয়োগে দুর্নীতি আছে অফিস সহকারী রুবেল মিয়া নিয়োগে ১১ লক্ষ টাকা সাবেক সভাপতির মাধ্যমে বিনিময় হয়ছে। এসব প্রমাণের ডকুমেন্ট নাকি তাদের সংগ্রহে আছে। এসব কারণে ছাত্ররা তাদের পদত্যাগ দাবি করছে । এসময় অফিসে কথা বলার সময় বেলাব পাইলট মর্ডান উচ্চ বিদ্যালয়ের দুই তিন শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ে অর্তকিতভাবে হামলা করে। খবর শুনে বেলাব থানা পুলিশ ঘটনাস্থলে আসে। শুনেছি দুইজন শিক্ষকই স্বেচ্ছায় পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। এখন পরিবেশ শান্ত আছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার স্বেচ্ছাসেবক কর্মী জেসমিন আক্তার বলেন,আমরা বিদ্যালয়ের এই দুইজন শিক্ষকের নিয়োগ নিয়ে অনিয়মের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমরা গেছি। উনি আমাদের সময় দিয়েছিলেন। রবিবার দিন তিনি আসার কথা ছিল। তিনি আসেননি। তাই আমরা আজকে বৈষম্যবিরোধী আন্দোলেনের শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ে আসি শিক্ষকদের সাথে কথা বলার জন্য। এসময় শিক্ষক শাহিনুর আক্তার হেপির ছেলে সাদির মোল্লা আমার উপর হামলা করে। পরে আমরা শিক্ষকদের সাথে বসি। এসময় শাহিনুর আক্তার হেপির স্বামী বেলাব পাইলট মর্ডান সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল হোসেনের নের্তৃত্বে ওই স্কুলের শিক্ষার্থীরা এসে গন্ডগোল সৃষ্টি করে। পরে উনারা স্বেচ্ছায় পদত্যাগ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল হোসেন বলেন, আমি বিদালয়ে এসে দেখি ছাত্ররা বলছে সহকারী প্রধান শিক্ষক ও অফিস সহকারীকে পদত্যাগ করতে হবে। ফলে আজকের ঘটনার সমাধানের জন্য আমরা এলাকাবাসি নিয়ে বিদ্যালয়ে বসেছিলাম। এসময় হঠাৎ করেই বেলাব পাইলট মর্ডান সরকারী উচ্চ বিদ্যালয় থেকে কিছু শিক্ষার্থী এসে গন্ডগোল শুরু করে। এতে কয়েকজন আহত হয়। পরে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার ও বেলাব থানায় খবর দেই। পরে থানা পুলিশ চলে যাবার পর বৈষম্যবিরোধী ছাত্ররা তাদেরা পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়।

বেলাব থানার ওসি(তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, গন্ডগোলের খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করি। এখন পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ দায়ের করেনি।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম বলেন, আমি মিটিং এ থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি। আগামীকাল স্কুলে গিয়ে বিস্তারিত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থ নিব।


আরও খবর



বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করা হবে না: ধর্ম উপদেষ্টা

প্রকাশিত:শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
রাজশাহী প্রতিনিধি

Image

বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে তিনি এ কথা বলেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় আল মারকাজুল ইসলামী আস সালাফি মাদরাসা পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন করা একটি বিতর্কিত ইস্যু। এটি বিতর্ক সৃষ্টির চেষ্টা। প্রধান উপদেষ্টা বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কিছুতে আমরা হাত দেবো না।

তিনি বলেন, মাদরাসা শিক্ষার্থীরা জঙ্গিবাদে যুক্ত নয়। বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে যা প্রমাণিত। বরং তারা জাতীর দুর্দিনে সবার আগে এগিয়ে আসে। জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে মাদরাসা শিক্ষার্থীরা। তাই তাদের এখন বড় স্বপ্ন দেখতে হবে। দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে হবে।

তিনি আরও বলেন, মসজিদ, মন্দির এবং মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশে বিক্ষিপ্তভাবে সংখ্যালঘু সম্প্রদায়সহ ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর



সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে চারজন নিহত

প্রকাশিত:সোমবার ১৯ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৯ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জ প্রতিনিধি

Image

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাইক্রোবাস চালক।

সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে রাত ৩টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং মাইক্রোবাসে থাকা চার যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে ও আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওসি আরও বলেন, নিহতদের মরদেহগুলো উদ্ধার করে সলঙ্গা থানায় আনা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে নিহতদের নাম-পরিচয় পুলিশ নিশ্চিত করতে না পারলেও সূত্রে জানা গেছে, নিহতরা একই পরিবারের চারজন। তারা হলেন- রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরসিংহপুর ডাঙাপাড়ার জসিম উদ্দিন ডুবা, তার স্ত্রী ও দুই ছেলে।


আরও খবর



‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’ সেই ডিসি ডিবি হেফাজতে

প্রকাশিত:মঙ্গলবার ২০ আগস্ট ২০24 | হালনাগাদ:মঙ্গলবার ২০ আগস্ট ২০24 | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

গুলি করে করে লাশ নামানো লাগছে, স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের গুলি করা নিয়ে এভাবেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সদস্য। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।

পরে জানা গেছে, ভিডিওতে কথা বলা ওই পুলিশ কর্মকর্তা ডিএমপির ওয়ারি বিভাগে উপ-কমিশনার (ডিসি) মোহাম্মাদ ইকবাল। তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নরসিংদীর নিজ বাড়ি থেকে ডিসি ইকবালকে তুলে নেওয়া হয়। তিনি এখন ডিএমপির ডিবি হেফাজতে আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও ক্লিপে দেখা গেছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। ইকবাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোন থেকে একটি ভিডিও দেখাচ্ছেন।

ওই ভিডিওতে ইকবালকে বলতে শোনা যায়, গুলি করে লাশ নামানো লাগছে, স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায়, স্যার, বাকিডি যায় না। এইটা হলো, স্যার, সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।

এ সময় সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনও উপস্থিত ছিলেন।


আরও খবর



সচিবদের সঙ্গে প্রথম বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন সচিবরা। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করছেন সরকারপ্রধান।

জানা গেছে, সাধারণত সচিব সভায় কয়েকটি নির্ধারিত গুরুত্বপূর্ণ এজেন্ডার বাইরেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এবার এ বৈঠকের জন্য বিস্তারিত এজেন্ডা থাকছে না।

জানা গেছে, সচিবদের সঙ্গে বৈঠকে সারা দেশে প্রশাসনিক কাজগুলো কীভাবে দ্রুত স্বাভাবিক ধারায় আনা যায়, এ-সংক্রান্ত পরামর্শ শুনতে চাইতে পারেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তার সরকার এসব বিষয়ে কী ভাবছে, সে সংক্রান্ত নির্দেশনা সরাসরি সব সচিবকে দেবেন ড. ইউনূস।


আরও খবর