আজঃ সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

জামালপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক লাঞ্চিত

প্রকাশিত:রবিবার ০৪ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৪ আগস্ট ২০২৪ | পত্রিকায় প্রকাশিত
জামালপুর প্রতিনিধি

Image

জামালপুরে আওয়ামী লীগের অস্ত্রের মহড়ার ভিডিও নেওয়ার সময় শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন টাইগারের বিরুদ্ধে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও ক্যামেরা পার্সনকে লাঞ্চিত করাসহ ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ছাড়াও ইসলামপুরে সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। 

রবিবার (৪ আগস্ট) সকালে জেলা শহরের মির্জা আজম চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলমগীর হোসেন টাইগার ১০ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা অসহযোগ কর্মসূচি পন্ড করতে সকাল থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহর জুড়ে অস্ত্রের মহড়া দেন। এ সময় শহরের মির্জা আজম চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেত হলে সেখানে সময় টেলিভিশনের ক্যামেরা পার্সন আবুল কালাম আজাদ ভিডিও ধারণ করতে যায়। তখন তাঁর উপর তেড়ে আসেন ওই শ্রমিক লীগ নেতা। এ নিয়ে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম কথা বলতে গেলে ওই শ্রমিক লীগ নেতা টাইগার চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং লাঞ্ছিত করেন। এ সময় ওই শ্রমিক লীগ নেতা ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এছাড়াও গতকাল আওয়ামী লীগ-শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ছবি তুলতে গেলে ছাত্রলীগের এক নেতা জামালপুর অনলাইন জার্নালিস্ট নেওয়ার্কের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মুক্তাকে লাঞ্চিত করেন।

অপরদিকে জেলার ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করার সময় ছবি তুলতে গেলে সাংবাদিক আরমান সিদ্দিকি পল্লবকে মারধর করে তাঁর মোবইল ছিনিয়ে নেয়।

এ ঘটনায় তাৎক্ষনিক আজ দুপুরে প্রেসক্লাব জামালপুর মিলানায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব জামালপুরের সভাপতি আজিজুর রহমান ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারন সম্পাদক রাজন্য রুহানি, প্রেসক্লাব জামালপুরের যুগ্ম-সাধারন সম্পাদক সাইমুম সাব্বির শোভন, কোষাধক্ষ্য সাগর ফরাজি, মাহমুদুল হাসান মুক্তা প্রমুখ।

এ বিষয়ে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে লাঞ্ছিত হয়েছি। বিষয়টি কোনভাবেই কাম্য নয়। এ ঘটনার সাথে জড়িত সেই নেতার সাংগঠনিক শাস্তির দাবি জানাচ্ছি।

এ ঘটনায় প্রেসক্লাব জামালপুরের সভাপতি আজিজুর রহমান ডল বলেন, সময় টেলিভিশনের রিপোর্টার, ক্যামেরা পার্সনসহ আমাদের কয়েকজন সাংবাদিককে লাঞ্ছিত করেছেন। ছবি তুলতে গেলে ইসলামপুরে সাংবাদিক আরমান সিদ্দিক পল্লবকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সকল ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, এ বিষয়টি আমি জানি না। কোন অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম বলেন, আমি স্থানীয় নেতাদের সাথে কথা বলে এ ঘটনা কঠোর ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি।

নিউজ ট্যাগ: আওয়ামী লীগ

আরও খবর



বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশিত:রবিবার ০১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০১ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
রাজনীতি ডেস্ক

Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোববার। বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি এবার তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করবে।

শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের কর্মসূচির মধ্যে রয়েছে রোববার (১ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন এবং বাদ আসর সারাদেশে বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।

তিনি বলেন, একই সঙ্গে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে পারেন সেজন্য আমরা দোয়া চাইব। বিএনপির এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর খরচের অর্থ বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।

দলের মহাসচিব বলেন, বন্যার কারণে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর ৬ দিনের কর্মসূচি কমিয়ে শুধুমাত্র প্রতিষ্ঠাবার্ষিকীর দিন অনাড়ম্বরভাবে পালন করা হবে।


আরও খবর
ঢাকায় এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান

শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২০২৪




ট্রেন চালু হওয়ার তারিখ জানাল রেলওয়ে

প্রকাশিত:রবিবার ১১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ১১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

কোটা সংস্কার আন্দোলন ঘিরে বন্ধ থাকা ট্রেন আবার চালু করা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে।

দুটি ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। ওই ট্রেন দুটি হলো পারাবত ও জামালপুর এক্সপ্রেস।

রেলওয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সোমবার বিকেল ৫টা থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট ক্রয় করা যাবে।


আরও খবর
ইনু ফের ৪ দিনের রিমান্ডে

রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪




আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না: আসিফ নজরুল

প্রকাশিত:বুধবার ২৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠেছে, তখন আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে প্রতিবাদ করা হয়েছে। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, যদি না কোনো জঙ্গিবাদী কিংবা রাষ্ট্রবিরোধী তৎপরতায় তারা লিপ্ত থাকে। তিনি আরও বলেন, সত্যিকার অর্থে যদি কোনো রাজনৈতিক দল জঙ্গিবাদী কিংবা রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকে, তাহলে প্রচণ্ড সততার সঙ্গে তদন্ত করে এমন কিছু করা যেতে পারে।

আইন উপদেষ্টা বলেন, আমাদের সংবিধান অনুসারে সংগঠন করার স্বাধীনতা আছে, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে তাদের অবদান ছিল। কিন্তু গেল ১৫ বছরে তারা যা করেছে, সেটা তাদের ঐতিহ্যের সঙ্গে যায় না, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না, বাংলাদেশের ইতিহাসে এক বর্বরতম ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, নেতাদের সামষ্টিক দায় থাকতে পারে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে বলে আমি মনে করি না।

আওয়ামী লীগকে অনেকেই সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করছেন। একটি দলকে কখন সন্ত্রাসী সংগঠন বলা উচিত-এ প্রসঙ্গে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, যারা বাংলাদেশের অস্তিত্ব ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি নস্যাৎ করতে চায়, মুক্তিযুদ্ধের চেতনার বৈষম্যহীন ও শোষণহীন সমাজকে ধ্বংস করার জন্য যারা পরিকল্পিতভাবে সশস্ত্র সংগ্রাম করে, তাদের সন্ত্রাসী সংগঠন বলা উচিত। তবে মতামত প্রকাশ যতটা অবারিত রাখা যায়, ততটাই ভালো।


আরও খবর
ঢাকায় এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান

শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২০২৪




প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে জামায়াতের বৈঠক বিকালে

প্রকাশিত:সোমবার ১২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ১২ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা।

সোমবার বিকাল ৫টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার এই তথ্য জানিয়েছেন।

এছাড়া বিকাল ৪টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতারা।


আরও খবর
ইনু ফের ৪ দিনের রিমান্ডে

রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪




মন্ত্রিপরিষদ সচিব বাদে প্রশাসন ক্যাডারের ২৪ জনের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল

প্রকাশিত:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

মন্ত্রিপরিষদ সচিব বাদে প্রশাসন ক্যাডারের ২৪ জনের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্তানুসারে এসব কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ আছে।



আরও খবর
ইনু ফের ৪ দিনের রিমান্ডে

রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪