আজঃ বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

ইইউর নতুন নিষেধাজ্ঞা, তালিকায় ১৯৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

প্রকাশিত:বুধবার ২১ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:বুধবার ২১ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

রাশিয়াসহ তিন দেশের ১৯৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার (২১ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইইউর সদস্যরা রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে। এর আওতায় প্রায় ২০০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে। তাদের বিরুদ্ধে মস্কোর অস্ত্র ক্রয়-বিক্রি ও ইউক্রেনের শিশুদের অপহরণের অভিযোগ তোলা হয়েছে। তালিকায় রয়েছে উত্তর কোরিয়া ও বেলারুশের একটি করে প্রতিষ্ঠানও।

ইইউর কূটনৈতিক সূত্র জানিয়েছে, তাদের দূতরা ১৩তম নিষেধাজ্ঞার মূলনীতির বিষয়ে সম্মত হয়েছে। নতুন নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা ইউরোপে ভ্রমণ বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এর আগে গত বছরের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌসুলি বলেন, ইউক্রেনের অধিকৃত অঞ্চল থেকে রাশিয়া কয়েকশ এতিম শিশুকে অনথালয় এবং কেয়ার হোম থেকে সরিয়ে নিয়েছে। এছাড়া অনেককে দত্তকও দিয়ে দেওয়া হয়েছে।

আইসিসি ইউক্রেনীয় শিশুদের অপহরণের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিযুক্ত করে আসছে। এটিকে তারা যুদ্ধাপরাধ বলেও উল্লেখ করেছে। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মস্কো। তাদের দাবি, যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদ রাখতে শিশুদের সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে ইউক্রেনের অভিযোগ, রাশিয়া চার হাজারের বেশি শিশুকে সরিয়ে নিয়েছে।


আরও খবর
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী

প্রকাশিত:রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

জামিন পাওয়ার দুইদিনের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ রবিবার এক ঘোষণায় কেজরিওয়াল বলেন, দুই দিন পর আমি এই দায়িত্ব থেকে পদত্যাগ করবো। জনগণ ভোটে নির্বাচিত না করার আগে আমি আর এই চেয়ারে বসবো না। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, রবিবার বিকালে পার্টির বৈঠকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। কেজরিওয়াল বলেন, কয়েক মাসের মধ্যে দিল্লিতে নির্বাচন। আমি আদলত থেকে ন্যায়বিচার পেয়েছি। এখন আমি জনগণের দ্বারে দ্বারে যাবো। তারা রায় দিলেই আমি আবার মুখ্যমন্ত্রী হবো।

কেজরিওয়াল আরও বলেন, আমি জনগণকেই জিজ্ঞাসা করতে চাই। কেজরিওয়াল দোষী নাকি নির্দোষ। আমি যদি কাজ করে থাকি তবে আমাকে ভোট দেবেন। দুইদিন আগেই দীর্ঘ ছয় মাস কারাভোগ শেষে ছাড়াপান কেজরিওয়াল। এমন সময় তার পদত্যাগের সিদ্ধান্তে হতবাক সবাই।


আরও খবর
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দামের রেকর্ড

প্রকাশিত:মঙ্গলবার ২০ আগস্ট ২০24 | হালনাগাদ:মঙ্গলবার ২০ আগস্ট ২০24 | অনলাইন সংস্করণ
জ্যেষ্ঠ প্রতিবেদক

Image

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫১৭ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ২৪ হাজার ৫০১ টাকা। সোনার এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল বুধবার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে। আজ মঙ্গলবার প্রতি ভরি ভালো মানের সোনা এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকায় বিক্রি হয়েছে।

নতুন দামে, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ১ লাখ ২৪ হাজার ৫০১ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ১৮ হাজার ৮৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ১ হাজার ৮৬১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম ৮৪ হাজার ২১৪ টাকা।

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ১ হাজার ২৮৩ টাকা।

নিউজ ট্যাগ: সোনা বাজুস

আরও খবর
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি

রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪




সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত:সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁও

Image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহ  (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত  হয়েছেন।

রোববার গভীর রাতে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় এই ঘটনা ঘটে।

নিহত জয়ন্ত কুমার বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিটা বেলপুকুর গ্রামের মহাদেব কুমার সিংয়ের ছেলে। এ সময় বিএসএফের গুলিতে আহত হয়েছেন জয়ন্ত কুমার সিংয়ের বাবা মহাদেব কুমার সিংহ ও নিটল ডোবা গ্রামের দরবার আলী (৩১)।

স্থানীয়রা জানান, দালাল গোষ্ঠীর মাধ্যমে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে।

এতে ঘটনাস্থলে জয়ন্ত কুমার নিহত হন। আর তার বাবা মহাদেব কুমার সিংহ ও পাশের গ্রামের দরবার আলী আহত হন। তাদের উদ্ধার করে রংপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

বালিয়াডাঙ্গী থানা ওসি ফিরোজ কবির জানান, এ ঘটনা আমি শুনেছি।


আরও খবর



শ্রমিক অসন্তোষ, সাভারে আরও ৬০ কারখানা ছুটি

প্রকাশিত:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
সাভার প্রতিনিধি

Image

শিল্পাঞ্চল সাভারে গত গয়েকদিনের শ্রমিক অসন্তোষের জেরে আরও অন্তত ৬০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩ তারিখ থেকেই যৌথ বাহিনীর কার্যক্রম শুরু করে শিল্পাঞ্চল সাভারে।

বুধবার প্রথম প্রহরে আন্দোলনকারীদের আন্দোলন শুরু হলে, সকাল ১০টার দিকে টঙ্গী-আশুলিয়া ও বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত মহাসড়কের উভয়পাশের কারখানাগুলো ছুটি ঘোষণা করা হয়। এর আগে বৃহস্পতিবারও সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ করে আন্দোলন করেছিলো শ্রমিকরা।

শিল্প পুলিশ জানায়, আজ সকালে যথা নিয়মে কারখানায় যায় শ্রমিকরা। কিন্তু কাজ না করে বিভিন্ন দাবী আদায়ে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ একের পর এক কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। পরে শ্রমিকরা বেরিয়ে উৎপাদন অব্যাহত রাখা কারখানা গুলোর সামনে গিয়ে বিক্ষোভ ও ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে সেসব কারখানাতেও ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সকাল সাড়ে ১০ টা পর্যন্ত অন্তত শিল্পাঞ্চল আশুলিয়ার ছোট-বড় অন্তত ৬০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

জিরাবো এলাকায় গিয়ে দেখা যায়, কারখানা ছুটি ঘোষণা করা হলেও বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন শ্রমিকরা। এতে করে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, শ্রমিকদের বিক্ষোভের মুখে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকা পর্যন্ত সড়কের উভয় পাশে হামীম, শারমীনসহ অন্তত ৬০ টি কারখানা কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে। সকাল সাড়ে ৮ টা থেকে শ্রমিকরা উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করে। পরে কতৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করেন। শ্রমিকরা এখনো সড়কে রয়েছেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে তৈরি পোশাক কারখানা গুলোতে সমানুপাতিক হারে নারী ও পুরুষ শ্রমিক নিয়োগসহ নানা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। তবে গতকাল পোশাক শিল্পের নিরাপত্তায় যৌথ অভিযান শুরুর ঘোষণা আসার পর আজ সকাল থেকে শিল্পাঞ্চল আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিকেলে আবারও অসন্তোষ সৃষ্টি হয়েছে। শ্রমিকদের বিক্ষোভের মুখে গতকাল বিকেলেই সৃষ্ট বিশৃঙ্খলার কারণে এ পর্যন্ত অন্তত ৬০টি পোশাক কারখানার সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।


আরও খবর



কাজের গুণগত মানের বিষয়ে কোনো ছাড় নয় : সড়ক উপদেষ্টা

প্রকাশিত:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | হালনাগাদ:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

কাজের গুণগতমানে কোনো ছাড় দেওয়া হবে না। গুণগতমান ঠিক রেখে, ব্যয় সংকোচন করে, উন্মুক্ত প্রতিযোগিতায় সব স্টেক হোল্ডাররা দরপত্রে অংশগ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার মার্টিন হোল্টম্যানের নেতৃত্বে একটি সাত সদস্যের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

সাক্ষাৎকালে উপদেষ্টা আইএফসির সঙ্গে বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক খাতে পারস্পরিক অংশীদারত্ব ও সহযোগিতার প্রশংসা করেন।

এ সরকার ছাত্র-জনতার আত্মত্যাগের ফসল উল্লেখ করে উপদেষ্টা বলেন, জনপ্রত্যাশা পূরণে সব ধরনের দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সরকার সব সময় লড়াই করে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সর্বাত্মক প্রচেষ্টা করে যাচ্ছে।

কাজের গুণগতমানে কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, গুণগতমান ঠিক রেখে, ব্যয় সংকোচন করে, উন্মুক্ত প্রতিযোগিতায় সব স্টেক হোল্ডাররা দরপত্রে অংশগ্রহণ করতে পারবে। এ সময় উপদেষ্টা আইএফসির কাছে বর্তমানে দেশের গ্যাস সংকট উত্তরণে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে ও পদ্মা সেতু সংলগ্ন এলাকায় পর্যটন খাত বিকাশে আর্থিক ও কারিগরি সহযোগিতা কামনা করেন।

ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইএফসির কান্ট্রি ম্যানেজার বলেন, আইএফসি সমৃদ্ধশালী ও উন্নত বাংলাদেশ গড়তে এ সরকারকে সবসময় সহযোগিতা করে যাবে। এছাড়া আইএফসি এনার্জি খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশ সরকারকে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করতে বলে এবং রেল, সড়ক ও সেতু বিভাগসহ অন্য খাতগুলোতেও অগ্রাধিকারমূলক ভিত্তিতে যাচাই করে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তার ব্যাপারে উপদেষ্টাকে আশ্বস্ত করেন।

বৈঠকে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) ভিক্টোরিয়া হিলডা রিগবি ডেলমন (ব্যবস্থাপক, আপস্ট্রিম এবং উপদেষ্টা, এশিয়া প্যাসিফিক), এডোর ইলেইন ওনোমাকপোম (ব্যবস্থাপক, অবকাঠামো-বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা), মাইকেল শেং (প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট অফিসার, এশিয়াসহ ইনফ্রাস্ট্রাকচার) মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরও খবর