আজঃ শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

এটিএমে টাকা নেই, কোথাও বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

প্রকাশিত:শনিবার ১০ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ১০ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
অর্থ ও বাণিজ্য ডেস্ক

Image

ঢাকার বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে টাকা নেই। এছাড়া অনেক ব্যাংকের এটিএম বুথ বন্ধ পাওয়া যায়। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন ব্যাংকের গ্রাহকেরা।

এর আগে বৃহস্পতিবার এক লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সীমা বেধে দেওয়া হয়েছিল। সেদিনও বিভিন্ন ব্যাংকের বুথে গিয়ে দেখা যায়, কোনো ব্যাংকের বুথেই টাকা নেই।

শনিবার (১০ আগস্ট) কয়েকটি ব্যাংকের বুথ ঘুরে জানা যায়, কোনো ব্যাংকের এটিএমেই টাকা নেই।

হাতিরপুলের ডাচবাংলা এটিএম বুথে টাকা তুলতে এসেছিলেন মিন্টু ইসলাম। তিনি বলেন, বিভিন্ন বুথে ঘুরেও টাকা তুলতে পারিনি। হাতে টাকা না থাকায় বাজারও করতে পারছি না। এ অবস্থায় কী যে করবো বুঝতে পারছি না!

এলিফ্যান্ট রোডের সিটিব্যাংকের সিকিউরিটি গার্ড জানালেন, বুথে টাকাও নেই আবার ইন্টারনেট কানেকশনও নেই।

এদিকে, অনেক ব্যাংকের এটিএম বুথের সাঁটার নামানো দেখা যায়। ফলে অনেকেই এক বুথ থেকে আরেক বুথে টাকা তুলতে ছুটে বেড়াচ্ছেন কিন্তু টাকা তুলতে না পারায় হতাশা প্রকাশ করেছেন।

নিউজ ট্যাগ: এটিএম বুথ

আরও খবর



ধনীর সঙ্গে ডেট করেও সুখী হতে পারিনি: অভিনেত্রী চমক

প্রকাশিত:শুক্রবার ৩০ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ৩০ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

বিয়ের পর থেকে ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও তার স্বামী আজমান নাসিরকে নিয়ে নেটদুনিয়ায় চর্চার শেষ নেই। তিন মাস আগে হঠাৎ বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নাসিরের এটি তৃতীয় বিয়ে বলে সমালোচনায় মেতে ওঠেন নেটিজেনরা। অন্যদিকে চমকেরও নাকি এটা দ্বিতীয় বিয়ে, এবার সেই গুঞ্জনেও পাল তুলেছেন তারা।

গত মঙ্গলবার (২৭ আগস্ট) গণমাধ্যমে চমক বলেন, সবাই এতকিছু লিখছিল, এটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না। এটা তো আমার একান্ত ব্যক্তিগত। আমরা একসঙ্গে আছি। আমার কিন্তু আগে কোনো বিয়ে হয়নি, তারপরও এটা নিয়ে কথা হচ্ছিল শুধু শুধু। এটা ঠিক, আমার একটা সিরিয়াস প্রেম ছিল। এরপর আরও দু-তিনটা প্রেমের সম্পর্কে জড়িয়েছি।

সবার এমন চর্চা আর নেগেটিভ মন্তব্যে ভীষণ বিরক্ত চমক। তাই বাধ্য হয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি জানান, এটা তার প্রথম বিয়ে। তবে এর আগে সিরিয়াস প্রেম ছিল অভিনেত্রীর।

অভিনেত্রী চমক বলেন, কেউ হাজার কোটি টাকার মালিক, কিন্তু মানুষ ঠিক না হলে ক্যামনে কি! এর আগে আমি একজন অসম্ভব ধনীর সঙ্গে ডেট করেছিলাম। কিন্তু তখন সুখী হতে পারিনি। ওর সঙ্গে আমার মনে হয়েছে, আমি হ্যাপি, পরিপূর্ণ।

বিয়ের পর চমকের স্বামীকে ধনকুবেরও ভেবেছিলেন অনেকেই। সেই প্রসঙ্গ টেনে চমক বলেন, বিয়ের পর সবাই বলছিল যে, আমার স্বামী ধনকুবের। কিন্তু বিশ্বাস করেন, আমার স্বামীর চেয়ে বেশি আয় করি আমি। আর তাছাড়া আমার স্বামীর এটি তৃতীয় বিয়ে হলেও কার কী এসে যায়, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আমার আসলে হেরে যাওয়া মানুষের পাশে দাঁড়াতেই ভালো লাগে।

তিনি আরও বলেন, এই মানুষটা বারবার হেরে যাচ্ছিল, কিছুই পায়নি জীবনে, তার জীবনে সবচেয়ে বড় অর্জন যদি আমি হই, তার জীবনে সবচেয়ে বড় সুখটা যদি আমি দিতে পারি, কেন নয়। আমি তাকে অত কিছু জিজ্ঞেস করতে যাইওনি। সে আমার প্রতি সৎ, প্রচণ্ড ভালোবাসে, কেয়ার করে- এটাই আমার কাছে অনেক।

তাই আবারও বলছি, আমাকে পাওয়া যদি কারও জীবনে সবচেয়ে বড় অর্জন হয়, তখন সেই মানুষটার সঙ্গে থেকে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে। আর আমি হেরে যাওয়া মানুষের সঙ্গে থাকতে পছন্দ করি। কারণ, যে জীবনে অনেক জিতেছে, তার জীবনে তো আমাকে দরকার নাই। গুরুত্বও কম পাব। সে মানুষের সঙ্গে থাকাটা আমার ইচ্ছাও না। যোগ করেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পথচলা শুরু চমকের। মাঝে পড়াশোনার জন্য বিরতি শেষে ২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি।

চমকের উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো- হায়দার, হাউজ নং ৯৬, মহানগর, সাদা প্রাইভেট, অসমাপ্তভাইরাল হাজব্যান্ড


আরও খবর
কমলা হ্যারিসকে সমর্থন জানালেন টেলর সুইফট

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪




বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ বাড়ি ও অফিস ভাংচুর

প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
জুবায়ের খান প্রিন্স, পাবনা

Image

পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার নতুন রূপপুর কড়ইতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন এর কড়ইতলাস্থ অফিসে ও বাড়িতে অতর্কিত হামলা চালায় কিছু দুর্বৃত্তরা। এসময় তাদের প্রতিরোধ করতে গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

তানভীর হাসান সুমন অভিযোগ করে বলেন, আজ দুপুর সাড়ে ১২টায় একদল দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে মিছিল নিয়ে আমার বাড়ি ও অফিসে হামলা চালায়। তাদের প্রতিরোধ করতে গেলে সজল ও কামরুজ্জামান ফিরোজ নামে দু'জন আহত হয়। এলাকাবাসী এসময় তাদের দুইটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জানান, তারা বিএনপির কেউ নয়, তারা ডাকাত। আমাদের শান্তিপূর্ণ মিছিলে তারা হামলা চালিয়ে মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১০ আগস্ট রাতে সচীন বিশ্বাস সাজু নামে এক ছাত্রদল কর্মী নিহত হন। সেই ঘটনার জের ধরেই আজ আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী।

উক্ত সংঘর্ষকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ করে।


আরও খবর



সাংবাদিকের হাত-পা ভাঙ্গতে চাওয়া সেই চেয়ারম্যানের পকেটে সরকারি প্রকল্পের বরাদ্দ

প্রকাশিত:শনিবার ৩১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ৩১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
উপজেলা প্রতিনিধি

Image

ঘাটাইলের সাগরদিঘীতে অবস্থিত মদিনাতুল উলুম মাদ্রাসাটি একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। যার প্রতিষ্ঠাতা এবং পরিচালক সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান মো.হাবিবুল্লাহ্। এই প্রতিষ্ঠানে একই অর্থবছরে চেয়ারম্যান তিনটি সরকারি উন্নয়ন বরাদ্দের প্রকল্প দিয়েছেন। টাকায় যার অঙ্ক ৭ লাখ ২৮ হাজার। উন্নয়ন প্রকল্পের আইনে একই অর্থবছরে একইস্থানে বা প্রতিষ্ঠানে একাধিক প্রকল্প দেওয়ার নিষেধাজ্ঞা থাকলেও এর ছিঁটেফোঁটাও মানেননি চেয়ারম্যান। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বললেন আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে প্রকল্প দিয়েছেন চেয়ারম্যান।

২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি, আর সাধারণ ১ম পর্যায়) কর্মসূচির উন্নয়ন প্রকল্পে সাগরদিঘী ইউনিয়নে প্রকল্পের নাম দেওয়া হয় সাগরদিঘী মদিনাতুল উলুম মাদ্রাসায় রাস্তা এইচ.বি.বি করণ। বরাদ্দ দেওয়া হয় ৩ লাখ টাকা। একই কর্মসূচির টি,আর দ্বিতীয় পর্যায় এই ইউনিয়নে প্রকল্পের নাম দেওয়া হয় সাগরদিঘী (হাতিমারা) মদিনাতুল উলুম মাদ্রাসার মসজিদের টাইলস্ করণ। যার ব্যয় ধরা হয় ১ লাখ ৬৪ হাজার টাকা। এবং একই কর্মসূচির টি,আর তৃতীয় পর্যায় প্রকল্পের নাম মদিনাতুল উলুম মাদ্রাসায় মাটি ভরাট। এই কাজে বরাদ্দ ২ লাখ ৬৪ হাজার টাকা।

সরেজমিনে দেখা যায়, চেয়ারম্যান তিন নামে যে প্রকল্প দিয়েছেন নাম ভিন্ন ভিন্ন হলেও প্রতিষ্ঠান একটাই মদিনাতুল উলূম মাদ্রাসা। মাদ্রাসাটির মালিক ও পরিচালক চেয়ারম্যান মো.হাবিবুল্লাহ্। স্থানীয়রা জানায় এটি কোনো অবৈতনিক মাদ্রাসা নয়। শিক্ষাক্ষেত্রে চেয়ারম্যানের ব্যবসায়ি প্রতিষ্ঠান। এলাকাবাসির দেওয়া তথ্য অনুযায়ী কথা হয় সাগরদিঘী গ্রামের রাসেল ভূইয়া সঙ্গে। তিনি বলেন, তার সন্তান মদিনাতুল উলূম মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে। মাস শেষে বেতন দিতে হয় এক হাজার টাকা। মাসুম মিয়ার সন্তান পড়ে প্লে-তে। তিনি জানান মাসিক বেতন ৮০০ টাকা। পঞ্চম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীর বেতন এক হাজার ৫০০ টাকা বলে জানান হিমেল মিয়া নামে একজন অভিভাবক।

এদিকে একই অর্থবছরে একই প্রতিষ্ঠানে বেআইনিভাবে প্রকল্প দিয়ে ক্ষান্ত হননি চেয়ারম্যান। অভিযোগ উঠেছে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি,আর) কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সরকারি যে নির্দেশনা রয়েছে তাও মানা হয়নি। সরকারি নির্দেশনায় কর্মসূচির উদ্দেশ্য ও লক্ষ্যে বলা আছে-গ্রামীণ এলাকায় অপেক্ষাকৃত দুর্বল ও দরিদ্র জনগণের কর্মসংস্থান সৃষ্টি। গ্রামীণ এলাকায় খাদ্যশস্য সরবরাহ ও জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং দারিদ্র বিমোচনে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা। কিন্তু সরেজমিনে দেখা যায়, ভরাট কাজে ২ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্দ থাকলেও টাকা অনুসারে মাটি কাটা হয়নি। আর শ্রমিক দিয়ে নয়, কাজ হয়েছে যন্ত্র দিয়ে।

প্রকল্পের সভাপতি ছিলেন নারী ইউপি সদস্য মনোয়ারা বেগম। তাকে প্রকল্পের কাজের বিষয়ে প্রশ্্ন করা হলে উল্টো প্রতিবেদককে বলেন, কাজের হিসেব উপজেলায় লেখা আছে সেখান থেকে নেন। এই কথা বলে মোবাইল ফোনের সংযোগ কেটে দেন তিনি।

একইস্থানে একই অর্থবছরে একাধিক প্রকল্প দেওয়ার বিষয়ে উপজেলার একাধিক চেয়ারম্যানের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, এটা অন্যায় অনিয়ম। একইস্থানে এক অর্থবছরে শুধু টি,আর নয়, কাবিখা, কাবিটাসহ যেকোনো সরকারি বরাদ্দ দেওয়া আইন পরিপন্থী।

সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হাবিবুল্লাহ্ একজন কোরআনের হাফেজ ও মাওলানা এবং আওয়ামী লীগ নেতা। প্রকল্প দেওয়ার বিষয়ে তার ব্যবহৃত মোবাইল ফোান নম্বরে কল করা হলে তিনি রিসিভ করেননি। মোবাইলে ক্ষুদেবার্তা পাঠিয়েও সারা মেলেনি।

ঘাটাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বলেন, আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে একইস্থানে প্রকল্প দেন চেয়ারম্যান। এভাবে প্রকল্প দেওয়া যায় না, বিষয়টি তাকে বারবার বুঝানোর চেষ্টা করলেও তিনি মানতে রাজি হননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান বলেন, একই অর্থবছরে একই প্রতিষ্ঠানে একটার বেশি প্রকল্প দেওয়া বিধিবর্হিভূত। বেনাম ব্যবহার করে প্রকল্প দিয়ে থাকলে তদন্ত করে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাফসান সাইফ সন্ধি, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

নিউজ ট্যাগ: ঘাটাইল

আরও খবর



বিমানের নতুন এমডি ও সিইও হলেন সাফিকুর রহমান

প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৫ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাফিকুর রহমান। বুধবার বিমান পরিচালনা পর্ষদ তাঁকে নিয়োগ দেয়।

সাফিকুর রহমান ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস সাপোর্টের পরিচালক এবং বিপণন ও বিক্রয় বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ট্যারিফ, মার্কেট রিসার্চ, রিজার্ভেশন, কার্গো শাখাতেও কাজ করেছেন। তিনি বাংলাদেশ এয়ারলাইনসের সিঙ্গাপুর, থাইল্যান্ড ও গ্রিস স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে তিনি অবসরে যান।

সাফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড থেকে মার্কেটিংয়ে এমবিএ এবং ২০১১ সালে দেশটির সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি থেকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সম্পন্ন করেন। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টার থেকে তিনি অ্যাভিয়েশন নিয়ে একাধিক ডিপ্লোমা ও ট্রেনিং করেছেন।


আরও খবর



বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৮ নির্দেশনা

প্রকাশিত:শুক্রবার ২৩ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৩ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

বর্তমান বন্যা পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ চালু, মেডিকেল টিম গঠনসহ আটটি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার চট্টগ্রাম, সিলেট বিভাগের পরিচালক, ওই দুই বিভাগের সব সিভিল সার্জনসহ কর্মকর্তাদেরকে এই নির্দেশনা দেন অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আবু হোসেন মো. মঈনুল আহসান।

স্বাস্থ্য অধিদপ্তরের পদক্ষেপ-

১. বন্যাকবলিত এলাকার সব সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখতে হবে।

২. প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল টিম গঠন করে দুর্যোগ মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত রাখতে হবে।

৩. বন্যাকবলিত এলাকায় প্রতিটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি ডায়রিয়া, সর্প দংশনসহ বন্যা সংক্রান্ত অন্যান্য রোগের চিকিৎসার জন্য যথোপযুক্ত প্রস্তুতি রাখতে হবে। প্রচুর পরিমাণে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, অ্যান্টিভেনম মজুত রাখতে হবে।

৪. বন্যাদুর্গত এলাকার হাসপাতালে যন্ত্রপাতিগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য উঁচু স্থানে সংরক্ষণ করতে হবে।

৫. জরুরি ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী মজুত এবং প্রাথমিক চিকিৎসা সামগ্রীসহ অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে হবে।

৬. বন্যাদুর্গত জেলাগুলোর সব চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারী বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

৭. স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য বন্যাদুর্গত এলাকার সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।

৮. বন্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসনের এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ গঠিত নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় ও যোগাযোগ রাখতে হবে।

এদিকে, বন্যাকবলিত এলাকায় চিকিৎসক-নার্সসহ সব স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।


আরও খবর