আজঃ শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

ঢাকায় মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

প্রকাশিত:মঙ্গলবার ১৩ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৩ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়।

গত ৬ আগস্ট থেকে দূতাবাসের কার্যক্রম বন্ধ আছে বলে এক প্রতিবেদনে জানায় বিবিসি। তখন বলা হয়েছিল, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আজ ফেসবুক পোস্টে দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হলো। সেখানে বলা আছে, কারও যদি ভিসা অ্যাপয়েনমেন্ট নেওয়া থাকে তবে তারা কনসুলার সেকশনের পরবর্তী নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করেন। আর অ্যাপয়েনমেন্টে জন্য একটি লিংকও দেওয়া হয়েছে।

এর আগে ৭ আগস্ট বুধবার বাংলাদেশে কর্মরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ওই সতর্কতায় ঝুঁকির মাত্রা লেভেল ফোর বলে উল্লেখ করা হয়। এই মাত্রার সতর্কতার মাধ্যমে বাংলাদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং দূতাবাসে জরুরি নন এমন কর্মকর্তাদের দেশে ফেরত পাঠানো হয়।

নিউজ ট্যাগ: মার্কিন দূতাবাস

আরও খবর



৩৫ দেশের পর্যটকদের বিনামূল্যে ভিসা দেবে শ্রীলঙ্কা

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২২ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
ভ্রমণ ডেস্ক

Image

চীন, ভারত ও রাশিয়াসহ ৩৫টি দেশের নাগরিকদের বিনামূল্যে পর্যটন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। এই বিষয়ে প্রস্তাব অনুমোদন করেছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা। দেশটির একজন উচ্চপদস্থ কর্মকর্তা বৃহস্পতিবার (২২ আগস্ট) এ কথা বলেছেন। সংকটে থাকা অর্থনীতি পুনর্গঠন ও পর্যটন খাতে প্রবৃদ্ধির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রিসভার মুখপাত্র ও পরিবহনমন্ত্রী বান্দুলা গুণবর্ধন বলেছেন, দ্রুত বর্ধনশীল পর্যটনখাতের সুবিধা নিশ্চিতের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সেজন্য সরকার শ্রীলঙ্কাকে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো উন্মুক্ত ভিসার দেশে পরিণত করতে চলেছে।

প্রায় ২ কোটি ২০ লাখ মানুষের দেশটি সমুদ্র সৈকত, প্রাচীন মন্দির ও সুগন্ধী চায়ের জন্য বিখ্যাত। তবে করোনা মহামারি, তীব্র অর্থনৈতিক সংকট, ব্যাপক গণআন্দোলন ও জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঘাটতির কারণে এই খাতটি মুখ থুবড়ে পড়েছিল।

গুণবর্ধন আরও বলেন, ১ অক্টোবর থেকে শুরু হওয়া ৬ মাসের পাইলট প্রোগ্রামের আওতায় পর্যটকদের ৩০ দিনের ভিসা দেওয়া হবে।

বিনামূল্যে ভিসা সুবিধা পাওয়ার দেশগুলোর তালিকায় রয়েছে ভারত, চীন, যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম, স্পেন, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, পোল্যান্ড, কাজাখস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, ইন্দোনেশিয়া, রাশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান ও ফ্রান্স।

গত বছরের আগস্ট নাগাদ প্রায় ২০ লাখ পর্যটক দেশটিতে ভ্রমণ করেন। ২০১৯ সালের পর এই প্রথম দেশটি এত দর্শনার্থী পেয়েছিল। এ বছরের শেষ নাগাদ প্রায় ২৩ লাখ পর্যটক শ্রীলঙ্কা ভ্রমণ করবে বলে আশা করা যাচ্ছে।

শ্রীলঙ্কা উন্নয়ন কর্তৃপক্ষের জরিপে দেখা গেছে, দেশটিতে সবচেয়ে বেশি পর্যটক আসে ভারত থেকে। সংখ্যাটি প্রায় আড়াই লাখ।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশটি পর্যটন খাত থেকে চলতি বছরের প্রথম ছয় মাসে প্রায় এক হাজার ৫০০ কোটি মার্কিন ডলার আয় করেছে। গত বছর একই সময়ে তাদের আয় ছিল প্রায় আটশ ৭৫ কোটি মার্কিন ডলার।


আরও খবর



সাবেক মন্ত্রী আবদুল রহমানসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

প্রকাশিত:বুধবার ২৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ও সংসদ সদস্যসহ চার জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৮ আগস্ট) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের এই কর্মকর্তা জানান, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে। এর মধ্যে  ক্ষমতার অপব্যবহার, বেআইনি কার্যকলাপের মাধ্যমে নিজ নামে ফরিদপুরের মধুপুরে ভবন নির্মাণ, রাজউকের পূর্বাচলসহ বিভিন্ন জায়গায় জমি কেনা, নিজ নামে মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক এবং সোনালী ব্যাংকে সঞ্চয়পত্র, তার স্ত্রী মির্জা নাহিদা হোসেনের নামে শান্তা দিগন্ত টাওয়ার-২, করবী, ফ্ল্যাট নং-৩ ই, ৩/৩ এ, পরিবাগ ঢাকাসহ ৪ টি ফ্ল্যাট, এছাড়া দেশের বাইরে টাকাপাচার করে আমেরিকা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সুইডেন এবং কানাডায় একাধিক বাড়ি কেনার তথ্য দুদকের কাছে এসেছে। যে কারণে কমিশন প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়াদ্দারের (ছেলুন) বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বেআইনি কার্যকলাপের মাধ্যমে নিজ নামে চুয়াডাঙ্গা সদরে তিন তলা বিলাসবহুল জোয়াদ্দার কুটির নামে বাড়ি নির্মাণ করেছেন। এছাড়াও বিভিন্ন জায়গায় জমি ক্রয়, প্রায় ৮০ থেকে ১০০টি এসি-ননএসি বাসসহ ১৫-২০টি ট্রাক, স্ত্রী ও নিজ নামে সঞ্চয়পত্র, ১টি প্রাডো গাড়িসহ তার দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য দুদকের গোয়েন্দা অনুসন্ধানে উঠে এসেছে।

দিনাজপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিমের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বেআইনি কার্যকলাপের মাধ্যমে নিজ নামে ঢাকার উত্তরায় (বাড়ি নং-১২, সেক্টর নং-১০, রোড নং-১২, উত্তরা মডেল টাউন) ৫ কাঠা জমির ওপর বাড়ি, ধানমন্ডিতে ফ্ল্যাট, ২টি গাড়ি (ঢাকা মেট্রে-গ-৩৪-৬৮৮৮ ও ঢাকা মেট্রে-ঘ-২১-৫১৬২), নিজ নামে দিনাজপুরের উথরাইল মৌজা, পুচকুর মৌজা, রামপুর মৌজা ও জালালপুর মৌজায় বিপুল পরিমাণ জমি রয়েছে। এছাড়া তার দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য গোয়েন্দারা জানতে পেরেছেন।

অপরদিকে, মো. সাইফুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বেআইনি কার্যকলাপের মাধ্যমে নিজ নামে মাগুরা জেলার জাগলায় প্রায় ৩০ বিঘা জমিতে অটোব্রিকস ফিল্ডের ব্যবসা, মাগুরা জেলার চাওলিয়া ইউনিয়নের অন্তর্গত নগর পদ্দবিলে প্রায় ১৫০ বিঘা জমিতে মৎস্য খামার, তার নিজ নামে ১০টি ট্রাক, শ্যালকের নামে ২টি এবং খালকুড়া নবাবের ছেলের নামে ২টি গাড়ি কেনা, ২১৯ সৈয়দ আতর আলী রোড, সদর উপজেলা, মাগুরায় তার মালিকানাধীন মনোয়ারা কমপ্লেক্স নামে বহুতল মার্কেট, মাগুরার বিভিন্ন জায়গায় তার  নামে অনেক জমি এবং নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদের তথ্য রয়েছে দুদকের হাতে।


আরও খবর



হাতিরঝিল থেকে জি-টিভির নিউজরুম এডিটরের মরদেহ উদ্ধার

প্রকাশিত:বুধবার ২৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
ঢামেক প্রতিবেদক

Image

রাজধানী হাতিরঝিলের লেকের পানিতে ডুবে মারা গেছেন রাহানুমা সারাহ (৩২) নামে এক নারী। নিহত রাহানুমা জি-টিভির নিউজরুম এডিটর বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় দ্রুত ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাহানুমাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সাগর জানান, হাতিরঝিল লেকের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পাই ওই নারীকে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রাহানুমার বাড়ি কল্যাণপুরে। তার বাবার নাম বখতিয়ার শিকদার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


আরও খবর



আমি ক্ষমাপ্রার্থী: মাশরাফি বিন মুর্তজা

প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

নড়াইল-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি বিন মুর্তজা। তবে তিনি ক্রিকেটার হিসেবেই বেশি জনপ্রিয়। তিনি দেশের তরুণ প্রজন্মের কাছে অন্যতম আদর্শও। আর তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিক আন্দোলনে তার নীরব ভূমিকা মানতে পারেননি ভক্ত-সমর্থকরা। সরকার পতনের পর সাবেক এই হুইপের নড়াইলের বাড়িতেও হামলা করেছে একদল দুর্বৃত্ত।

যৌক্তিক এই আন্দোলনে ছাত্র-জনতার পাশে থাকতে না পারায় এবার আক্ষেপ প্রকাশ করলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। আন্দোলনে নামতে পারেননি তিনি, সম্প্রতি একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

শিক্ষার্থীদের আন্দোলনে নিজের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে মাশরাফি বলেন, যদি সরাসরি বলি, তাহলে অবশ্যই আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি অনেক মানুষের প্রত্যাশা পূরণ করতে। কোটা সংস্কারের আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল। আমার নিজের কাছেও মনে হচ্ছিল, এটা হয়ে যাবে। তবে সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি বা স্ট্যাটাস দেই (ফেসবুকে) ততক্ষণে আসলে সবকিছু এত দ্রুত হচ্ছিল ভাবছিলাম যে আমি যদি কিছু লিখি বা মন্তব্য করি, সেটার সম্ভাব্য পরিণতি কী হতে পারে অনেক কিছু ভাবছিলাম আর কী সব মিলিয়ে কিছু লেখা হয়নি।

তিনি আরও বলেন, আমি কিছু করার চেষ্টা করিনি, তা নয়। আমি শুধু কিছু লেখার ভাবনায় থাকতে চাইনি। চেয়েছিলাম ছাত্রদের সঙ্গে কথা বলতে, আলোচনার মাধ্যমে কিছু করা যায় কি না। সেই শুরুর দিকেই চেষ্টা করেছি। কারণ তাদের দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। কিন্তু সেটাও করতে পারিনি। সব মিলিয়ে অবশ্যই ব্যর্থ হয়েছি।

শেখ হাসিনার পতনের আগে থেকেই দেশ ছেড়ে পালাতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সরকার পতনের পরেও অনেকে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আর অনেকে পালাতে গিয়ে পড়েছেন ধরা। তবে মাশরাফি জানিয়েছেন, ঢাকা শহরে নিজ পরিবারের সঙ্গেই অবস্থান করছেন তিনি।

নিজের শারীরিক অবস্থা ও অবস্থান সম্পর্কে জানতে চাইলে উত্তরে তিনি বলেন, শারীরিকভাবে ঠিক আছি। মানসিকভাবে অবশ্যই ভালো অবস্থায় নেই। আছি আর কী। ঢাকাতেই আছি, পরিবারের সঙ্গে।

তিনি আরও বলেন, আমার সম্পদ যা কিছু আছে, সব খেলোয়াড়ি জীবনেই গড়া। যে কোনোভাবেই খোঁজ নিয়ে দেখতে পারেন। পূর্বাচলে একটি জমি আছে, ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারানোর পর সরকার থেকে সবাই পেয়েছিলাম ৫ কাঠা করে। মিরপুরে একটা বাড়ি আছে, ২০০৮ সালে আইপিএল খেলে আসার পর করা। মিরপুরে আরেকটি বাড়ি করছি, যেখানে পরিবার নিয়ে উঠব, এটাও ২০১৫ সালে কাজ শুরু করেছি। এখনও উঠতে পারিনি, কাজ চলছে। ২০১৮ সালের পরের আয় দিয়ে তেমন কোনো সম্পদ গড়তে পারিনি। ২০১৮ সালের নির্বাচনের হলফনামা ও ২০২৪ সালের হলফনামা দেখলেই বুঝতে পারবেন। আমি দাবি করলে তো লাভ নেই। যে কেউ খতিয়ে দেখলেই জানতে পারবে।

মাশরাফি বিন মুর্তজা বলেন, রাজনীতিতে আসার আগ পর্যন্ত আমার এন্ডোর্সমেন্ট ছিল অনেক। ২০টির ওপরে প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলাম। খেলাধুলা করে ও স্পন্সরশিপের আয় থেকেই এসব করেছি। নড়াইলের বাড়িটা করেছিলাম মায়ের জন্য। এখন শেষ। অনেকেই বলেছেন মামলা করতে, ব্যবস্থা নিতে। ছবি-ভিডিও সবই আছে অনেকের কাছে। তবে আমি বলেছি, এসব করব না। আমার বাবাকেও বলে দিয়েছি। এখনকার সরকার বা ভবিষ্যতে নির্বাচন করেও যে সরকার আসুক, কারও কাছেই বিচাই চাইব না। কোনো অভিযোগ নেই। খুলনা-যশোর থেকে বা ঢাকা থেকে গিয়ে কেউ এই বাড়ি ভাঙেনি। নড়াইলের কোনো না কোনো জায়গা থেকে উঠে আসা মানুষই পুড়িয়েছে। নড়াইলের মানুষের বিরুদ্ধে বিচার আমি চাইব না। নিজের ভাগ্য মেনে নিয়েছি। হয়তো কোনো ভুল করেছি, সেটার ফল পেয়েছি। কষ্ট আছে অবশ্যই, তবে রাগ-ক্ষোভ নেই কারও প্রতি। আমার প্রতি এখনও কারও ক্ষোভ থাকলে, আমি ক্ষমাপ্রার্থী।

তিনি বলেন, আমি জানতাম, ক্রিকেটার হিসেবে হয়তো সবার আছে আমার গ্রহণযোগ্যতা আছে। রাজনীতিতে নামলে সেটা থাকবে না। কিন্তু ওই চ্যালেঞ্জ আমি নিতে চেয়েছি। মানুষের জন্য বড় পরিসরে কিছু করতে চেয়েছি। এই জায়গায় নিজের কাছে পরিষ্কার ছিলাম। এখন যে সরকার এসেছে, আমরা যদি আমার জায়গা থেকে, আপনার জায়গা থেকে সমালোচনা করে নিচে নামাই, তাহলে তো এভাবেই যুগ যুগ ধরে চলতে থাকবে। তো, আমি যে জায়গায় ছিলাম, হয়তো রাজনীতিতে না এলেও পারতাম। ভালো ছিলাম। কিন্তু চ্যালেঞ্জটা নিয়েছি।


আরও খবর
ভারত সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪




শেখ হাসিনার সংবাদ প্রকাশ করলে মিডিয়া জ্বালিয়ে দেওয়ার হুমকি দুলুর

প্রকাশিত:শুক্রবার ১৬ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৬ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নাটোর প্রতিনিধি

Image

শেখ হাসিনা সরকারের পতনের পর নাটোরে চলছে মাঠ দখলের প্রতিযোগিতা। আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের কাছাকাছি গিয়ে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করছেন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সরেজমিনে দেখা যায়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের ছবিসংবলিত ব্যানারে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা সভা-সমাবেশ করছেন। পাশাপাশি ব্যস্ত উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারাও। প্রতিদিনই তারা নানান জায়গায় সমাবেশ করছেন। ওই সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। দাবি করছেন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্ত সকলের গ্রেফতার ও ছাত্র-জনতা হত্যার বিচার।

এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিনব্যাপী জেলা শহরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে এমন দাবির পাশাপাশি একপর্যায়ে দেশের মিডিয়ার ওপরও ক্ষোভ প্রকাশ করেন দুলু।

তিনি দাবি করেন, গত সরকারের আমলে মিডিয়াগুলোকে (সংবাদমাধ্যম) নিষেধ করা হয় যাতে তারেক রহমানের কোনও সংবাদ বা বিবৃতি প্রকাশ না করে। তারা তারেক রহমানকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করে। অথচ গত বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনাসহ তার সরকারের নির্দেশে দেশে গণহত্যা চালানো হয়েছে। ওই বিষয়ে মামলাও হয়েছে। অথচ এখনও বিভিন্ন মিডিয়া হাসিনা ও তার সরকারের নানা সংবাদ প্রকাশ করছে।

এ ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে দুলু বলেন, যদি এরপরও কোনও মিডিয়া শেখ হাসিনার সংবাদ প্রকাশ করে তবে সেই মিডিয়া তথা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া জ্বালিয়ে দেওয়া হবে।

দুলুর ওই বক্তব্য প্রকাশের পর থেকে নাটোরের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক সমর্থক জানান, এই মুহূর্তে এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি। এতে জনসাধারণের মনে বিএনপিকে নিয়ে নেতিবাচক প্রভাব পড়বে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন জানান, সরকারের নির্দেশে তারেক রহমানের বক্তব্য যদি মিডিয়ায় প্রকাশ না হয় তবে শত শত শিক্ষার্থী হত্যার অভিযোগে আসামি হাসিনার সংবাদ প্রকাশ হওয়াটাও সমীচীন নয়। এমন প্রেক্ষাপটেই হয়তো রুহুল কুদ্দুস তালুকদার দুলু ওই বক্তব্য দিয়েছেন।

তবে নাম প্রকাশ না করার শর্তে নাটোরের এক শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জানান, বিএনপি-জামায়াতের অতি তৎপরতাও অনেকেই পছন্দ করছেন না। এ সময়টাতে তাদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করা উচিত। রাজনৈতিক দলগুলো রাজনীতিকে পেশা হিসেবে না নিয়ে সেবা হিসেবে নিলে দেশের প্রকৃত কল্যাণ হবে। পাশাপাশি দ্বিতীয় স্বাধীনতায় জীবন উৎসর্গকারী শহীদদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা নিশ্চিত করা যাবে। এ ব্যাপারে সকল রাজনৈতিক দল ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি ও দূরদর্শী পদক্ষেপের আহ্বান জানান তিনি।


আরও খবর