আজঃ সোমবার ২০ মে ২০24
শিরোনাম

বঙ্গবন্ধু এখন আরও শক্তিশালী

প্রকাশিত:সোমবার ১৫ আগস্ট ২০২২ | হালনাগাদ:সোমবার ১৫ আগস্ট ২০২২ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

ড. আনোয়ার খসরু পারভেজ

বছর ঘুরে আবারও এসেছে আগস্ট। আগস্টকে আমরা শোকের মাস বলি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি। আমরা একই সঙ্গে হারিয়েছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকেও। সেই সময়ে আমরা আরও হারিয়েছি বঙ্গবন্ধুর পুত্র, পুত্রবধূ এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ স্বজনদেরও। তাই আগস্ট আমাদের কাছে শোকাবহ। ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রিয় দুই কন্যা পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে গিয়েছিলেন। ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা ও নিজস্ব ভূখণ্ড দিয়েছেন। বাংলাদেশ, বাঙালি ও বঙ্গবন্ধু- একটির সঙ্গে অপরটি ওতপ্রোতভাবে জড়িত ও অবিচ্ছেদ্য। বঙ্গবন্ধুর জীবনের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যেমন অবিচ্ছেদ্য, তেমনি বিশ্বের নিপীড়িত, বঞ্চিত ও শোষিত মানুষেরও তিনি ছিলেন অনুপ্রেরণা। বিশ্বের হাতেগোনা যে কজন নেতা সম্মোহনী নেতৃত্বের অধিকারী বলে প্রসিদ্ধ ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের অন্যতম।

জনসাধারণের কাছ থেকে এমন অকুণ্ঠ ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা বিশ্বের কম নেতার ভাগ্যেই জুটেছে। প্রিয় নেতাকে বিরল এ ভালোবাসা দিয়ে আমরা সম্মানিত হয়েছি। প্রিয় নেতাকে সপরিবারে হত্যা করার পর দেশবাসী বাকরুদ্ধ হয়েছে। আমাদের দুর্ভাগ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট আমরা ইতিহাসের মহানায়ককে হারিয়ে ফেলেছি। এ কথা এখন আর অজানা নয় যে, এই হত্যাকাণ্ড শুধু কতিপয় দুষ্কৃতকারী সেনা অফিসার দ্বারা সংঘটিত হয়নি, এতে পরাজিত শক্তির মদদও ছিল। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু মাত্র তিন বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। তিনি মনোনিবেশ করেছিলেন যুদ্ধবিদ্ধস্ত দেশকে পুনর্গঠনে। কিন্তু রাতের আঁধারে ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মাধ্যমে বাঙালি জাতির অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর খুনিদের সামান্যতম অনুশোচনাও হয়নি। তারা বীরদর্পে বাংলাদেশ বেতারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে বলে ক্রমাগত ঘোষণা দিয়েছে। এই দম্ভের কারণ খুনিরা ভেবেছিল, এদেশ থেকে স্বাধীনতার পক্ষের রাজনীতি অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি চিরদিনের জন্য শেষ হয়ে গেল। কিন্তু ইতিহাস তাদের সেই ধারণাকে ভ্রান্ত বলে প্রমাণ করেছে। বাস্তব যে কখনও কখনও কারও জন্য কঠিন হয়ে আসে, বাঙালি তা-ই লক্ষ করেছে। খুনিরা নিজেরাই ইতিহাসে খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে। লোকান্তরিত বঙ্গবন্ধু এখন আরও শক্তিশালী। শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধু এদেশের মানুষের মনে স্থান করে নিয়েছেন। মনের গভীরে যিনি স্থান পান, তাকে সে স্থানচ্যুত করার শক্তি ও সামর্থ্য কারও থাকে না। বঙ্গবন্ধু এজন্যই জাতির কাছে অমর ও চিরঞ্জীব।

বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয়দানকারী সরকারের সময়ে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পাকিস্তানি ভাবধারাকে পুনরুজ্জীবিত করার অপচেষ্টা চলেছে। যে জয়বাংলা স্লোগানে মুক্তি-সংগ্রামে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, ৭৫-পরবর্তী সময়ে সেই জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান হিসেবে আখ্যায়িত করার চেষ্টা চলে। বাংলাদেশ বেতার রেডিও পাকিস্তানের মতো রেডিও বাংলাদেশ হয়ে যায়। মুক্তিযুদ্ধকালে বাঙালি ধর্মনিরপেক্ষতার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল, তা ম্লান হতে থাকে। মানুষ পেয়েও হারায়। বাঙালি হিসেবে আমরা পরম সৌভাগ্যের অধিকারী যে, বঙ্গবন্ধুর মতো মহানায়ককে আমরা পেয়েছিলাম। আমাদের চরম দুর্ভাগ্য যে, আমরা তাকে পেয়েও হারিয়েছি।

১৫ আগস্টের ঘাতকদের বিচার হওয়ায় দেশবাসী কলঙ্কমুক্ত হয়েছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ইনডেমনিটি আইন করে খুনিদের বিচারের পথ বন্ধ করে দেয়া হয়েছিল। কিন্তু জোর করে চাপানো আইন বেশিদিন টেকে না। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে বাঙালি কখনোই নীরব থাকেনি। খুনিদের বিচারের দাবি মানুষের মন থেকে কখনোই উবে যায়নি। পরিবেশ-পরিস্থিতি অনুধাবন করে বাঙালি জেগে উঠতে জানে। বঙ্গবন্ধু মানুষকে সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছেন। রাজনীতির নানা ঘটনা প্রবাহে আমরা থমকে দাঁড়িয়েছি বটে, তবে এখন আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলার দ্বারপ্রান্তে। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা বিনির্মাণের কাজ অব্যাহত রয়েছে। বিগত শতকের আশির দশকে বঙ্গবন্ধুকন্যা স্বদেশ প্রত্যাবর্তনের পর আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করেন। শেখ হাসিনার আহ্বানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়। মানুষ আস্থা ও ভালোবাসায় শেখ হাসিনাকে গ্রহণ করেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে জনসাধারণের সেবক হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার ব্রত নিয়ে শেখ হাসিনা নিরলস পরিশ্রম করছেন। আমরা লক্ষ করছি যে, এক্ষেত্রেও শেখ হাসিনা অন্ধকারের কুশীলবদের হামলার নিশানায় পরিণত হয়েছেন। তাকে হত্যা করার উদ্দেশ্যে অতীতে তার ওপর একাধিকবার হামলা করা হয়েছে। আগস্ট মাসেরই ২১ তারিখে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা করা হয়েছিল। খুনিদের নিশানা থেকে সেদিন তিনি বেঁচে গেলেও আমরা আওয়ামী লীগের প্রবীণ নেতা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ স্বনামধন্য অনেক নেতানেত্রীকে হারিয়েছি। এ গ্রেনেড হামলায় জিল্লুর রহমান প্রাণে বেঁচে গেলেও তিনি মারাত্মক আহত হন।

আমরা মনে করি, অন্ধকারের শক্তিরা পরাজিত হয়ে পিছু হটেছে মাত্র। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সংগ্রামী নেতারা সরকার পরিচালনায় যুক্ত হয়েছেন। জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হওয়ার রূপকল্প বাস্তবায়নের পথে। কৃষক, শ্রমিক, চাকরিজীবী মেহনতি- সব মানুষ শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে নিজ নিজ অবস্থান থেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমরা এখন লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালে মধ্যম আয়ের দেশকে ২০৪১ সালে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এখন আমরা সেদিকে ধাবমান। আমরা আগস্টকে মনে রেখে নতুন লক্ষ্যমাত্রার কথা উচ্চারণ করছি এ জন্য যে, এই আগস্ট মাসেই বারবার বাঙালি জাতির স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়ার চেষ্টা করা হয়েছে। তারা সুযোগ পেলেই মরণ কামড় দিতে দ্বিধা করবে না। এজন্য আমাদের সজাগ ও সচেতন থাকতে হবে।

লেখক: অধ্যাপক


আরও খবর



সিগারেট বাকি না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত:মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
সাকিব আহম্মেদ, মুন্সিগঞ্জ

Image

মুন্সিগঞ্জ সদরের মিরকাদিমে কাগজীপাড়া এলাকায় গভীর রাতে চিপস-সিগারেট বাকি না দেওয়ায় মোশারফ হোসেন (৫৫) নামের এক মুদি দোকানিকে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলরের ছোট ভাই মো. রুবেলের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনার অভিযুক্ত রুবেলকে রাতেই অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাড়ির পাশে দোকান থাকায় সে প্রতিদিন রাতে দোকানেই ঘুমাতেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মিরকাদিম পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেলের ছোট ভাই রুবেল তাকে ডাক দিয়ে চিপস-সিগারেট বাকি চায়।

সে বাকি দেবে না বলে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে মোশারফকে দোকান থেকে টেনে বের করে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা মোশারফকে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান জানান, চিপস সিগারেট বাকি না দেয়াকে কেন্দ্র করে মোশারফকে কুপিয়ে হত্যা করে মিরকাদিম পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা সোহেল মিয়ার ছোট ভাই রুবেল মিয়া (৩৫)।

তিনি জানান, এ ঘটনায় তাকে রাতেই অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


আরও খবর



রাজধানীতে এবার চালু হলো বাসের গেটলক সিস্টেম

প্রকাশিত:রবিবার ১২ মে ২০২৪ | হালনাগাদ:রবিবার ১২ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

রাজধানীর যানজট সমস্যা নিরসনে এবার চালু হলো আন্তঃজেলা বাসের গেটলক সিস্টেম। এর ফলে যাত্রীদের নির্দিষ্ট পথের যাত্রার সময় বাঁচবে এবং ভ্রমণ নিরবচ্ছিন্ন ও আনন্দদায়ক হবে বলে মনে করা হচ্ছে। রোববার (১২ মে) দুপুরে এ কার্যক্রম চালু করা হয়।

গেটলক সিস্টেম চালুর পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিকের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আব্দুল মোমেন বলেন, মহাখালী বাস টার্মিনাল একটি সংবেদনশীল জায়গা। এখানে শ্রমিকরা আছেন, যাত্রীরা বাসে চলাচল করেন। সুতরাং সকল প্রকার সংবেদনশীলতা মাথায় রেখে আমাদের দায়িত্ব পালন করতে হয়, যাতে যাত্রীরা কোনো প্রকার সমস্যায় না পড়েন। যে কারণে আমরা কখনো কঠোর হই কিংবা একটু নরমভাবে ব্যবস্থা নিয়ে থাকি। আন্তঃনগর গেটলক সিস্টেম নগরবাসী ও যাত্রীদের জন্য সুফল বয়ে আনবে।

মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম বলেন, আমরা লক্ষ্য করেছি মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বাসগুলো বনানী পর্যন্ত যত্রতত্র যাত্রী উঠায়। এর ফলে যানজটের সৃষ্টি হয়। এ সমস্যা দীর্ঘদিন ধরে চলছিল। সম্প্রতি আমরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান ও গুলশান ডিভিশনের ট্রাফিকের উপ-কমিশনার আব্দুল মোমেনসহ শ্রমিক ফেডারেশনের নেতাদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নিই যে মহাখালী থেকে ছেড়ে যাওয়া কোনো গাড়ি বনানী পর্যন্ত কোনো যাত্রী উঠাবে না। এর মাধ্যমে এই এলাকায় যানজট নিরসন হবে। মহাখালী থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলোতে যাত্রীদের তালিকা, ড্রাইভারের নাম ও গাড়ির নম্বরসহ একটি প্রস্থান পত্র দেওয়া হবে। পরে বনানীতে আমাদের সংস্থার দায়িত্বপ্রাপ্তরা দেখবেন যে যাত্রীর সংখ্যা সঠিক আছে কি না।

ট্রাফিকের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আব্দুল মোমেন বলেন, পুলিশের ট্রাফিক বিভাগ প্রতিনিয়ত গেটলক সিস্টেম তদারকি করবে। কোনো পরিবহন এ নিয়ম অমান্য করে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর



গাংনী উপজেলা নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ মে 2০২4 | হালনাগাদ:বৃহস্পতিবার ০২ মে 2০২4 | অনলাইন সংস্করণ
আব্দুল আলিম, মেহেরপুর

Image

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মেহেরপুরের গাংনী উপজেলার ১৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর রুম্মন আহমেদ  প্রতীক বরাদ্দ করেন।

চেয়ারম্যান পদে জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টোকৈই মাছ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান এম এ খালেকআনারস, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলমকাপ পিরিচ, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুলহেলিকপ্টার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক লায়লা আরজুমান বানু দোয়াত কলম, আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম জুয়েলঘোড়া, উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেনমোটরসাইকেল ও আওয়ামী লীগ কর্মী মুকুল আহমেদশালিক পাখি।

ভাইস চেয়ারম্যান পদে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন মিঠুতালা,  আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনটিউবওয়েল এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিমচশমা প্রতিক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এবং যুব মহিলা লীগ নেত্রী ফারহানা ইয়াসমিনহাঁস, নাসিমা খাতুনফুটবল এবং জাকিয়া আক্তার আলপনাকলস প্রতীক পেয়েছেন।

চেয়ারম্যান পদে একই প্রার্থী একই প্রতীক দাবি করায় লটারির মাধ্যমে প্রতীক নির্ধারণ করা হয়।

প্রসঙ্গত, গাংনী উপজেলা পরিষদের এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৪ প্রার্থী প্রতীক নিয়ে আজ থেকে মাঠে লড়বেন। এর মধ্যে চেয়ারম্যান পদে শুধুমাত্র জুলফিকার আলী ভুট্টো বিএনপি নেতা। বাকি ১৩ জন প্রার্থী আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

নিউজ ট্যাগ: মেহেরপুর

আরও খবর



নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট

প্রকাশিত:রবিবার ২৮ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৮ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

টেইলর সুইফট মানেই যেন রেকর্ড ভাঙা গড়ার এক কারিগর! নিজের নতুন অ্যালবাম দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট দিয়েও নতুন করে এক রেকর্ড গড়লেন সময়ের অন্যতম সেরা এই পপতারকা। বিশ্বের জায়ান্ট সব মিউজিক প্লাটফরমে মুক্তির প্রথম দিন সর্বাধিকবার শোনার রেকর্ড গড়েছে অ্যালবামটি।

গত কয়েক বছর ধরেই ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। একের পর এক রেকর্ড গড়ছেন গায়িকা।

সর্বোচ্চ অ্যালবাম বিক্রি থেকে শুরু করে তার কনসার্টের সর্বোচ্চ আয় কিংবা নিজের মিউজিক্যাল কনসার্টের ফিল্ম প্রকাশ, যা বক্স অফিসে চালিয়েছে তাণ্ডব। কি নেই তার নামের পাশে! এবার নিজের সর্বশেষ অ্যালবাম দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট দিয়ে নিজের আগের রেকর্ড নিজেই ছাড়িয়ে গেলেন টেইলর সুইফট। গায়িকার ১১ তম স্টুডিও অ্যালবাম দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে সর্বাধিক সংখ্যক স্ট্রিম অর্জন করে সমস্ত রেকর্ড ভেঙ্গেছে। অ্যালবামটি প্রকাশের দিন প্রায় ৫৫২.২ মিলিয়নের বেশি স্ট্রিমিং অর্জন করেছে।

টেইলর সুইফটের এই অ্যালবামটি অ্যাপল মিউজিকের প্রথম দিনে সবচেয়ে বেশি স্ট্রিম করা পপ অ্যালবাম হিসেবে রেকর্ড গড়েছে। অ্যামাজন মিউজিকে মুক্তির প্রথম দিন সবচেয়ে বেশি স্ট্রিমিং অর্জন করেছে অ্যালবামটি। স্পটিফাইয়েও ইতিহাস তৈরি করেছে অ্যালবামটি। মিউজিক প্লাটফর্মটিতে দিনে সবচেয়ে বেশি শোনা অ্যালবাম এখন দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট

১৯ এপ্রিল মুক্তি পেয়েছে দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট অ্যালবামটি। এতে রয়েছে ফোর্টনাইট, টিটিটিপিডি, ডাউন ব্যাড, সো লং, লন্ডন, মাই বয় অনলি ব্রেকস হিজ ফেভারেট টয়, বাট ড্যাডি আই লাভ হিম, ফ্লোরিডা, আই ক্যান ডু ইট উইথ অ্যা ব্রোকেন হার্ট, হু ইজ অ্যাফ্রেড অব লিটল ওল্ড মি?, ফ্রেশ আউট দ্য স্লামার, গিলটি অ্যাজ সিন?, আই ক্যান ফিক্স হিম (নো রিয়েলি আই ক্যান), দ্য অ্যালকেমির সহ মোট ৩১টি গান। অ্যালবামের প্রথম ১৬টি গান উন্মুক্ত করা হয় যুক্তরাজ্যের স্থানীয় সময় ভোর ৫টার দিকে। ঠিক কয়েক ঘণ্টা পরই আসে বাকি ১৫টি গান।


আরও খবর



চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

প্রকাশিত:সোমবার ২৯ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৯ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

Image

অব্যাহত অতি তীব্র তাপদাহে স্বস্তি নেই চুয়াডাঙ্গায়। সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠছে এখানকার জনপদ। বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। এরই মাঝে আজ মৌসুমের সব রেকর্ড ভেঙে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।

তিনি বলেন, চুয়াডাঙ্গায় আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিন এমন অবস্থা বিরাজ করতে পারে।

এ দিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, দুপুর থেকেই মরুভূমির মতো তাপ অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গায়। তীব্র গরমে হাঁসফাঁস করছে প্রাণিকূল। অস্বস্তি বাড়ছে জনজীবনে।

চলমান তাপদাহে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন শ্রমজীবীরা। তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে ধান, ভূট্টা, কলা, আম, লিচুসহ মৌসুমি ফসল।


আরও খবর