আজঃ শনিবার ০১ জুন ২০২৪
শিরোনাম

২৮ ফেব্রুয়ারি: ইতিহাসে আজকের এই দিনে

প্রকাশিত:সোমবার ২৮ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:সোমবার ২৮ ফেব্রুয়ারী ২০২২ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

২৮ ফেব্রুয়ারি, ২০২২ ইংরেজি। রোজ সোমবার। বাংলা তারিখ হচ্ছে- ১৫ ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ হচ্ছে- ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ইং। আরবি তারিখ হচ্ছে- ২৬ রজব, ১৪৪৩ হিজরি।

২৮ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৯ তম দিন। বছর শেষ হতে আরো ৩০৬ দিন ( অধিবর্ষে ৩০৭ দিন ) বাকি রয়েছে।

ইতিহাসের প্রতিটি দিনেই ঘটে কিছু না কিছু যুগান্তকারী ঘটনা। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস।

পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণীজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই।

মানব জীবনের প্রতিদিনকার বেশ কিছু বাস্তবতা কিংবা ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। ইতিহাস জাতীয় জীবনে সবসময় গুরুত্ব বহন করে।

সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা।

চলুন তাহলে, জেনে নেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা,

ইতিহাসে আজকের ঘটনাবলী:

১০৬৬ ওয়েস্টমিনিস্টার অ্যাবে চালু হয়।

১৫২২ ডেনমাকের্র রাজা দ্বিতীয় ক্রিস্টিয়ানের বিরুদ্ধে সুইডেনের জনগণের গণঅভ্যুত্থান শুরু হয়।

১৫৬৮ সম্রাট আকবরের কাছে রানা উদয় সিং আসমর্পণ করেন।

১৭০৮ নিউইয়র্কে ক্রীতদাসদের বিদ্রোহে ১১ জন নিহত হয়।

১৭২৮ লন্ডনে জর্জ এফ হ্যান্ডেলের অপেরা প্রদর্শনী হয়।

১৮১৩ তৎকালীন ইউরোপের দুই বড় শক্তি প্রুশিয়া ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক এবং সামরিক জোট গঠিত হয়।

১৮২০ চতুর্থ জর্জ ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৮২৭ আমেরিকায় প্রথম বাণিজ্যিক রেলপথ চালু হয়।

১৮৭৭ তুরস্ক ও সার্বিয়ার মধ্যে শান্তি চুক্তি হয়।

১৮৮৩ ভারতে প্রথম টেলিগ্রাফ চালু হয়।

১৯১৯ স্বাধীন রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের অভ্যুদয় ঘটে।

১৯২২ মিশর স্বাধীনতা লাভ করে।

১৯২৪ মার্কিন বাহিনী হুন্ডুরাসে অবতরণ করে।

১৯৪৮ ব্রিটিশ সৈন্যদের শেষ দল ভারত ত্যাগ করে।

১৯৫১ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

১৯৭৪ বাংলাদেশে আদমশুমারীর কাজ সম্পন্ন হয়।

১৯৭৯ ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনী (রঃ) ধর্মীয় শহর কোমে ফিরে আসেন।

১৯৮২ ঢাকার জাতীয় সংসদ ভবনের উদ্বোধন হয়।

১৯৮৪ বাংলাদেশে স্বৈরশাসনবিরোধী আন্দোলনে পুলিশের ট্রাকের তলায় পিষ্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেলিম ও দেলোয়ার শহীদ হন।

১৯৮৮ ইরাকের আগ্রাসী সাদ্দামের সেনারা ইরানের মুজাহিদদের হাতে বিভিন্ন রণাঙ্গনে উপর্যুপরি পরাজয়ে দিশেহারা হয়ে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরের আবাসিক এলাকায় চতুর্থ পর্যায়ে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে।

১৯৯১ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র জর্জ বুশ ইরাকের বিরুদ্ধে ৪০ দিনের যুদ্ধের পর যুদ্ধ-বিরতি ঘোষণা করেন।

২০১৩ দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় প্রদান করে আন্তর্জাতিক আপরাধ ট্রাইবুনাল।

২০১৩ দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় এর প্রতিবাদে ৬০ জনের ও বেশী ধর্মপ্রাণ মুসলমান পুলিশের গুলিতে নিহত হন এবং অসংখ্য লোক আহত হন।

ইতিহাসে আজকে যাদের জন্ম:

১১৫৫ জন্মগ্রহণ করেছিলেন হেনরি ইয়াং কিং, তিনি ছিলেন ইংল্যান্ডের দ্বিতীয় হেনরির ছেলে।

১২৬১ জন্মগ্রহণ করেন মার্গারেট, তিনি ছিলেন নরওয়ের রানি।

১৫৩৩ জন্মগ্রহণ করেছিলেন মিশেল একেম দ্য মন্‌টেইন, তিনি ছিলেন ফরাসি দার্শনিক ও লেখক।

১৮৪৪ জন্মগ্রহণ করেছিলেন গিরিশচন্দ্র ঘোষ, তিনি ছিলেন বিখ্যাত বাঙ্গালি নাট্যব্যক্তিত্ব।

১৮৯৬ জন্মগ্রহণ করেছিলেন ফিলিপ শওাল্টের শওালটের হেনচ্‌, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ডাক্তার।

১৯০১ জন্মগ্রহণ করেছিলেন লিনাস পাউলিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও সমাজ কর্মী।

১৯১৫ জন্মগ্রহণ করেছিলেন পিটার মিডাওয়ার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ইংরেজ জীববিজ্ঞানী।

১৯৩০ জন্মগ্রহণ করেছিলেন লিয়ন ন্যাথান কুপার, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯৩১ জন্মগ্রহণ করেছিলেন এ বি এম মূসা, তিনি ছিলেন একাধারে একজন সাংবাদিক, সম্পাদক ও কলামিস্ট।

১৯৩৬ জন্মগ্রহণ করেন সঞ্জীব চট্টোপাধ্যায়, তিনি ছিলেন রম্যরচনার জন্য খ্যাত জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার ও প্রাবন্ধিক।

১৯৩৯ জন্মগ্রহণ করেছিলেন ড্যানিয়েল চি ৎসুই, তিনি নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯৪৮ জন্মগ্রহণ করেছিলেন স্টিভেন চু, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।

১৯৫০ জন্মগ্রহণ করেছিলেন পপ সম্রাট আজম খান, তিনি ছিলেন জনপ্রিয় বাংলাদেশী পপ গায়ক।

১৯৫৩ জন্মগ্রহণ করেছিলেন পল রবিন ক্রুগম্যান, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ।

১৯৭৯ জন্মগ্রহণ করেছিলে সেবাস্টিয়ান বউরডাইস, তিনি ফরাসি রেস কার চালক।

১৯৮৫ জন্মগ্রহণ করেছিলে টিম ব্রেসনান, তিনি ইংল্যান্ডের ক্রিকেটার।

ইতিহাসে আজকে যাদের মৃত্যু:

১৩২৬ মৃত্যুবরণ করেন ১ম লিওপন্ড, তিনি ছিলেন অস্ট্রিয়ার ডিউক।

১৭১২ মৃত্যুবরণ করেন প্রথম বাহাদুর শাহ।

১৮৬৯ মৃত্যুবরণ করেন আফন্সে দ্য লামারটিনে, তিনি ছিলেন ফরাসি লেখক ও কবি।

১৮৯০ মৃত্যুবরণ করেন আলেকজান্ডার বরোদিন, তিনি ছিলেন রাশিয়ার জগদ্বিখ্যাত সুরকার।

১৯১৬ মৃত্যুবরণ করেন হেনরি জেমস, তিনি ছিলেন মার্কিন কথাসাহিত্যিক।

১৯২৫ মৃত্যুবরণ করেন ফ্রেডরিক এবার্ট, তিনি ছিলেন জার্মান রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

১৯৩৬ মৃত্যুবরণ করেন চার্লস জুলেস হেনরি নিকোলে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি জীববিজ্ঞানী।

১৯৬৩ মৃত্যুবরণ করেন রাজেন্দ্র প্রসাদ, তিনি ছিলেন ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

১৯৭০ মৃত্যুবরণ করেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন বাঙ্গালি অধ্যাপক ও বাংলা ও ইংরেজি সাহিত্য গবেষক।

১৯৮৬ মৃত্যুবরণ করেন ভেন ওলফ জোয়াচিম পালমে, তিনি ছিলেন সুইডিশ রাজনীতিবিদ ও ২৬ তম প্রধানমন্ত্রী।

২০০৬ মৃত্যুবরণ করেন ওয়েন চেম্বারলেইন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।

২০১১ মৃত্যুবরণ করেন অ্যানি গিরারডট, তিনি ছিলেন ফরাসি অভিনেত্রী।

২০১৩ মৃত্যুবরণ করেন ডোনাল্ড আর্থার গ্লেজার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও স্নায়ু-জীববিজ্ঞানী।

২০১৫ মৃত্যুবরণ করেন ইয়াসার কামাল, তিনি ছিলেন তুর্কি সাংবাদিক ও লেখক।

২০১৯ মৃত্যুবরণ করেন শাহ আলমগীর, তিনি ছিলেন বাংলাদেশি সাংবাদিক ও পিআইবির মহাপরিচালক।

ইতিহাসে আজকে দিবস সমূহ ও অন্যান্য:

আজ জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস (বাংলাদেশ)।


আরও খবর
ইতিহাসে আজকের এই দিনে

শুক্রবার ২৬ জানুয়ারী ২০২৪

২৫ জানুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে

বৃহস্পতিবার ২৫ জানুয়ারী ২০২৪




বেগমগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত:শনিবার ০৪ মে ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৪ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

Image

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো. রহমত উল্যাহ ভূঁইয়া (৬৫), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ফজলুল করিম (৫০) ও লক্ষ্মীপুরের আমানিয়া গ্রামের মো.আলাউদ্দিন (৪৫)। এছাড়া অন্য একজনের পরিচয় জানা যায়নি। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ভোর সাড়ে ৫টার দিকে অটোরিকশাটি লক্ষ্মীপুর থেকে বেগমগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালকসহ চারজন নিহত হন।


আরও খবর



রামগঞ্জে বসতঘর চাপায় শিশুর মৃত্যু

প্রকাশিত:সোমবার ২৭ মে ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৭ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
Image

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দক্ষিণ চাঙ্গিরগাও গ্রামে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বসতঘর চাপা পড়ে নিস্পু নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

একই ঘটনায় গুরুতর আহত হয়ে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন শিশুটির নানী হোসনেয়ারা বেগম (৬৫)।

আজ সোমবার দুপুর আড়াইটায় উপজেলার ৫নম্বর চন্ডিপুর ইউনিয়নে দক্ষিন চাঙ্গিরগাঁও গ্রামের দেবুর বাড়ির পাশে গরুর ব্যাপারী ছাকায়েত উল্যার বাড়ির লুৎফর রহমানের বসতঘরটি ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে ভেঙ্গে পড়ে। এসময় ঘরের ভিতরে থাকা হোসনেয়ারা বেগম (৬৫) ও নাতনি নিস্পু (৭) ভেঙে যাওয়া ঘরের নিচে চাপা পড়ে।

প্রতিবেশীরা ঘরের নিচে চাপা পড়া হোসনেয়ারা ও নিস্পুকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার নিস্পুকে মৃত ঘোষণা করে।

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু গাছপালা ভেঙ্গে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ে রিপোর্ট প্রেরণ করা হয়েছে।


আরও খবর



সস্ত্রীক ওমরাহ পালনে যাচ্ছেন মির্জা ফখরুল

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ মে 2০২4 | হালনাগাদ:বৃহস্পতিবার ০২ মে 2০২4 | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন। সঙ্গে থাকছেন তার সহধর্মিণী রাহাত আরা বেগম।

বৃহস্পতিবার (২ মে) বিকেল সোয়া ৩টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের সৌদি আরবের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে।

এ তথ্য জানিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ৮ মে বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণীর দেশে ফেরার কথা রয়েছে।


আরও খবর



বাউফলে ঝোড়ো হাওয়ায় ঘরচাপায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত:সোমবার ২৭ মে ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৭ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
দূর্জয় দাস, বাউফল (পটুয়াখালী)

Image

পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝোড়ো হাওয়ায় একটি পরিত্যক্ত টিনশেড দোতালা ঘরচাপা পড়ে করিম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ মে) রাতে ঝড়ের সময় বৃদ্ধ করিম পরিত্যক্ত ওই ঘরে আশ্রয় নেন এবং রাতের যেকোনো সময় ঝোড়ো হাওয়ায় ঘর ভেঙে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডের উপজেলা পরিষদ এলাকার কাছে এ ঘটনা ঘটে।

মৃত বৃদ্ধের বাড়ি পটুয়াখালী বাউফলের নাজিরপুর ইউনিয়নের ধানদি গ্রামে। তিনি ভিক্ষা করতেন। পরিত্যক্ত ঘরটির মালিক বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকাদার। তিনি ঢাকা থাকেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাউফলের ইউএনও মো. বশির গাজী খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেন। মরদেহ উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, মরদেহের পরিচয় পাওয়া গেছে। আনুষ্ঠানিকতা শেষ করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


আরও খবর



১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

প্রকাশিত:শুক্রবার ১৭ মে ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৭ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
কূটনৈতিক প্রতিবেদক

Image

রাজনৈতিক আশ্রয় চেয়ে অনেকেই যুক্তরাজ্যে আবেদন করেছিল। এদের মধ্যে যাদের আবেদন ব্যর্থ হয়েছে সেসব বাংলাদেশিকে ফাস্ট-ট্রাক (দ্রুত) পদ্ধতিতে বাংলাদেশে ফেরত পাঠাবে দেশটি।

গত এক বছরে শুধুমাত্র স্থায়ীভাবে থাকার প্রয়াসে প্রায় ১১ হাজার বাংলাদেশি রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমা দিয়েছে। দেশটির গণমাধ্যম টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

প্রতিবদনে বলা হয়েছে, আশ্রয়ের আবেদন খারিজের পাশাপাশি যারা বিদেশি অপরাধী ও যাদের ভিসার বৈধ মেয়াদ অতিবাহিত হয়ে গেছে তাদেরকেও ফেরত পাঠানো হবে বলে জানা গেছে।

সম্প্রতি অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে বাংলাদেশের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে যুক্তরাজ্য। লন্ডনে দুই পক্ষের মধ্যে চুক্তিটি হয়।

যুক্তরাজ্যের অবৈধ অভিবাসনবিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন বলেছেন, লন্ডনে অনুষ্ঠিত স্বরাষ্ট্রবিষয়ক যুক্তরাজ্য-বাংলাদেশ প্রথম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে চুক্তির ব্যাপারে দুই দেশ সম্মত হয়। ওয়ার্কিং গ্রুপে উভয় দেশ অংশীদারত্ব জোরদারে অঙ্গীকার করে। পাশাপাশি অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতা জোরালো করতে প্রতিশ্রুতি দেয়।

ওয়ার্কিং গ্রুপ বিদ্যমান ভিসা রুটগুলোর মাধ্যমে বৈধ অভিবাসনের সুবিধা অব্যাহত রাখা, অবৈধ অভিবাসন মোকাবিলা, তথ্য ভাগাভাগি জোরদার করা, গুরুতর সংগঠিত অপরাধ মোকাবিলায় নিজ নিজ পন্থা সম্পর্কে পরস্পরের সঙ্গে বোঝাপড়া বাড়ানোর ব্যাপারেও প্রতিশ্রুতিবদ্ধ হয়।


আরও খবর